রেকর্ড গড়তে টানা পাঁচ দিন টয়লেটে!

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৩ জুলাই ২০১৯ ১৩:৩১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫২ বার।

টয়লেটে একান্ত সময় কাটাতে সবাই পছন্দ করেন। তাই বলে টানা পাঁচ দিন? সম্প্রতি এমনই এক ঘটনা ঘটেছে। বিশ্ব রেকর্ড গড়তে টানা পাঁচ দিন টয়লেটে বসে সময় কাটিয়েছেন এক ব্যক্তি। 

৪৮ বছর বয়সী জিমি ডে ফ্রেনেই পেশায় একজন বাস চালক। সম্প্রতি টয়লেটে টানা ১৬৫ ঘণ্টা টয়লেটে বসে রেকর্ড গড়ার ঘোষণা দেন তিনি। কিন্তু ১১৬ ঘণ্টা বা ৫ দিন টয়লেটে কাটানোর পর নিজেই ক্ষান্ত দেন। 

স্থানীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘ নিজেকে নিয়ে মজা করার উপায় এটা। আমি কেন এমন করেছি? কারণ, সবাই জানার পর কেমন মজা করছে আমাকে নিয়ে। আগামীতে আমিও ঠিক একইভাবে সবাইকে নিয়ে মজা করবো’।

বসে থাকতে থাকতে জিমি যাতে বিরক্ত না হয়ে যান এজন্য স্টেনের ফিলিপ'স প্লেস বার খুলে দেওয়া হয়েছিল, যাতে জিমি তার বন্ধু এবং পরিবারের সঙ্গে কথা বলতে পারেন।

টয়লেটে এভাবে দীর্ঘক্ষণ বসে থাকা মোটেও সহজ নয় উল্লেখ করে জিমি বলেন, ‘বসে থাকতে থাকতে আমার পা ব্যথা করছিল, আমি খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম’। তিনি আরও বলেন, ‘ আমার বিশ্বাস আমার চেষ্টা রেকর্ড গড়বে’।

পাঁচ দিন টয়লেটে বসে জিমি বিশ্ব রেকর্ড গড়েছেন কিনা তা এখনও জানা যায়নি। তবে এর আগে এক ব্যক্তি ১০০ ঘণ্টা টয়লেটে বসেছিলেন বলে জানা গেছে।

জিমি রেকর্ড গড়েছেন কিনা সে বিষয়ে গিনিস ওয়ার্ল্ড রেকর্ড থেকে এখনও অফিসিয়ালি কোনও ঘোষণা পাওয়া যায়নি। সূত্র : এনডিটিভি