এরশাদকে নিয়ে সাবেক স্ত্রী বিদিশার আবেগঘন স্ট্যাটাস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০১৯ ০৫:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৩৩ বার।

রোগভোগের পর মৃত্যুর কাছে হার মানলেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। ঢাকার সিএমএইচ হাসপাতালে দশদিন লাইফ সাপোর্টে থাকার পর হাসপাতালটির চিকিৎসকরা রোববার সকালে তার মৃত্যুর ঘোষণা দেন। খবর দেশ রুপান্তর 

এরশাদের মৃত্যুর খবর শোনে ফেসবুকে আবেগঘন এক স্ট্যাটাস দিয়েছেন তার সাবেক স্ত্রী বিদিশা এরশাদ।

ভারতের আজমীর শরীফ থেকে দেওয়া স্ট্যাটাসে এরশাদকে উদ্দেশ করে বিদিশা লেখেন, “এ জন্মে আর দেখা হলো না। আমিও আজমীর শরীফ আসলাম আর তুমিও চলে গেলে । এতো কষ্ট পাওয়ার থেকে মনে হয় এই ভালো ছিল। আবার দেখা হবে হয়তো অন্য এক দুনিয়াতে, যেখানে থাকবেনা কোনো রাজনীতি।”

উল্লেখ্য, বিদিশা ছিলেন এরশাদের দ্বিতীয় স্ত্রী। তাদের এই বিয়ে টেকেনি। প্রায় দেড় দশক আগে তাদের বিচ্ছেদ ঘটে। তবে বিদিশার গর্ভে নিজের ছেলে এরিক এরশাদ ছিল তার সবচেয়ে প্রিয়। মৃত্যুর আগে এরশাদ তার সব সম্পত্তি ট্রাস্টে দিয়ে গেছেন। ট্রাস্টি বোর্ডে নিজের প্রথম স্ত্রীর ছেলে শাদ এরশাদকে না রাখলেও এরিককে রাখেন তিনি।