গ্যাসের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত বাতিল না করায় বগুড়ায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ জুলাই ২০১৯ ০৮:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৮৮ বার।

বাম গণতান্ত্রিক জোট বগুড়া জেলার উদ্যাগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে৷ বেলা  ১২ টায় সাতমাথায় সমাবেশে সভাপতিত্ব করেন বামা গণতান্ত্রিক জোটের বগুড়া জেলার আহ্বায়ক, গণসংহতি আন্দোলন বগুড়া জেলা সমন্বয়কারী আব্দুর রশীদ।
সমাবেশে বাসদ জেলা আহ্বায়ক  সাইফুল ইসলাম পল্টু বলেন, সরকারের ভুলনীতি, দুর্নীত ও লুটপাটের দায় জনগণ নেবে না। বিইআরসি একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের দায়িত্ব হলো জ্বালানি বিষয়ে জনগণের উপর সরকার বা অন্য কেউ যাতে অযৌক্তিক, অন্যায় কোন কিছু চাপিয়ে দিতে না পারে, সে বিষয়ে জনগণের স্বার্থ দেখা। আইনে আছে গ্যাস ও বিদ্যুৎ কোম্পানিসমূহ লাভজনক অবস্থায় থাকলে কোন অবস্থায়ই দাম বাড়ানো যাবে না। বিইআরসি তথা সরকারের মূল্যবৃদ্ধির অযৌক্তিক-অন্যায় সিদ্ধান্ত অবিলম্বে বাতিল করা উচিত।“      

সিপিবি জেলা সাধারণ সম্পাদক আমিনুল ফরিদ বলেন,  যে প্রতিষ্ঠান জনগণের স্বার্থ দেখার কথা ঐ প্রতিষ্ঠান যদি তা না করে সরকারের হুকুম তামিল করে, তাহলে ঐ প্রতিষ্ঠান থাকারও কোন যুক্তি নাই। তাই তিনি গণবিরোধী বিইআরসি বিলোপের দাবি জানান এবং মূল্যবৃদ্ধির প্রতিবাদে ৭ জুলাই সারাদেশে হরতালের মাধ্যমে জনগণ এই মুল্যবৃদ্ধির বিরোধিতা করার পরও সরকার জবরদস্তিমুলকভাবে একই সিদ্ধান্তে অটল থাকাটা প্রমাণ করে সরকার কতটা গনবিরোধি।এছাড়াও  সমাবেশে বক্তব্য রাখেন বাসদ (মার্ক্সবাদী) জেলা নেতা আমিনুল ইসলাম। সমাবেশ সঞ্চালনা করেন সিপিবি নেতা সন্তোষ পাল।