ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাচ্ছে বগুড়ার রবিউল: ছাত্রলীগ নেতার সহায়তা

আব্দুল আউয়ালঃ
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮ ১৪:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৪৩ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার স্বপ্ন অবশেষে পূরণ হতে চলেছে রবিউল ইসলামের। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক সুব্রত কুমার সাহা জানান, রবিউল ইসলামের ভর্তির জন্য ছাত্রলীগ বগুড়া সরকারি আজিজুল হক কলেজ শাখার সাধারণ সম্পাদক আব্দুর রউফ প্রয়োজনীয় অর্থ সহায়তা দিয়েছেন। এছাড়া ঢাকায় তার থাকা এবং পড়ালেখার যাবতীয় খরচ মেটানোরও আশ্বাস দিয়েছেন।
বগুড়ার ধুনট উপজেলার চৌকিবাড়ি গ্রামের দরিদ্র কৃষক রহমত উল্লাহ্র ছেলে রবিউল ইসলাম এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১৮তম হয়েছে। কিন্তু সেখানে ভর্তি এবং পড়ালেখা করার মত কোন সামর্থ্য তার নেই। তাই রবিউলের উচ্চ শিক্ষার স্বপ্ন ভঙ্গ হওয়ার উপক্রম হয়। এ নিয়ে ঢাকার একটি দৈনিকে খবর প্রকাশিত হলে সেটি ছাত্রলীগ নেতা আব্দুর রউফের নজরে পড়ে।
স্বজনরা জানায়, রবিউল ইসলাম চলতি বছর এইচএসসি পরীক্ষায় সরকারি আজিজুল হক কলেজ থেকে মানবিক বিভাগে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়। ওই কলেজের উচ্চ মাধ্যমিক ভবনের ইনচার্জ সুব্রত কুমার সাহা জানান, রবিউল বরাবরই মেধাবী ছাত্র। সহায়তা না পেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মত দেশ সেরা প্রতিষ্ঠানে তার উচ্চ শিক্ষা অর্জন করা হয়তো কখনোই সম্ভব হতো না।দরিদ্র রবিউলের পাশে দাঁড়ানোর জন্য তিনি ছাত্রলীগ নেতা আব্দুর রউফের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘রউফের এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়। রবিউল যেমন আমার কলেজের ছাত্র ছিল তেমনি রউফও আমার ছাত্র। দু’জনকে নিয়েই আমি গর্বিত।’
ছাত্রলীগ নেতা আব্দুর রউফ জানান, একটি পত্রিকার অনলাইন সংস্করণে রবিউলের খবরটি দেখার পর আমার মনে দাগ কাটে। আমি তাকে ডেকে পাঠাই। এরপর বুধবার  সে কলেজে আসে এবং আমি তাৎক্ষণিকভাবে তার হাতে ভর্তির খরচের টাকা তুলে দিই।’ তিনি বলেন, ‘শুধু ভর্তিই নয় ঢাকায় যাতে রবিউলের থাকা-খাওয়া এবং পড়ালেখার খরচের কোন সমস্যা না হয় সেজন্যও  উদ্যোগ নেওয়া হয়েছে। আশাকরি তার কোন সমস্যা হবে না।’