ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ার রাজাবাজারে তিন দোকানে সাড়ে ২৬ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৪ জুলাই ২০১৯ ১৪:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

সেবার মূল্যের তালিকা সংরক্ষণ ও প্রদর্শন না করা এবং অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে বগুড়ায় ৩্টি দোকানকে সাড়ে  ২৬ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার শহরের রাজাবাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমানের পরিচালনায় অভিযান চালিয়ে ওই অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। 

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৪ ঘন্টার ওই অভিযানে আদালত মেসার্স আদর্শ বাণিজ্যালয় এর ম্যানেজার সোহেল রানাকে সাড়ে ৩ হাজার, ম্যানেজার রিপন হোসেনকে ৩ হাজার এবং ডায়মন্ড লাচ্ছা সেমাই এর ম্যানেজার আফরোজা বেগমকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।