তালোড়ায় চিত্রাঙ্কণ বিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ‘ঘাসফড়িং’-এর উদ্বোধন

অরূপ রতন শীল
প্রকাশ: ০৩ অক্টোবর ২০১৮ ১৫:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪৪ বার।

বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় রেলওয়ে শহর হিসেবে পরিচিত তালোড়ায় শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিকভাবে চিত্রাঙ্কন প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছে অলাভজনক প্রতিষ্ঠান ‘রিহ্যাবিলিটেশন ফর অ্যাবিউজড্ চাইল্ড’-আরএসি। প্রশিক্ষণ প্রদানকারী প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছে ‘ঘাসফড়িং’।
বুধবার বিকেলে স্থানীয় আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ে ঘাসফড়িং-এর উদ্বোধন করেন তালোড়া পৌরসভার মেয়র আমিনুল ইসলাম বকুল। এর আগে সেখানে চিত্রাঙ্কন বিষয়ক প্রশিক্ষণের প্রয়োজনীয়তা নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এটিএম আমিনুল হক। বক্তব্য রাখেন, আলতাফ আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সামছুল ইসলাম, বিশিষ্ট ভাস্কর এবং চিত্রশিল্পী আবু লায়েদ লিক্সন, চিত্রশিল্পী সাইফুল নাহার লীনা এবং আরএসি’র পরিচালক সাজিয়া আফরিন সোমা।
ঘাসফড়িংয়ে ভর্তি হওয়া সিয়াম হোসেন নামে এক শিক্ষার্থী জানায়, অল্প খরচে যে চিত্রাঙ্কন প্রশিক্ষণের সুযোগ পাওয়া যাবে তা সে ভাবতে পারেনি। ষষ্ঠ শ্রেণির ছাত্র সিয়াম বলে, ‘ছবি আঁকার বিষয়টি আমাদের পাঠ্য বইয়ের অন্তর্ভূক্ত। কিন্তু আমরা ভালভাবে শিখতে পারছিলাম না। ঘাসফড়িং আমাদের সেই সুযোগ করে দিল। আশা করি আমরা ভাল করতে পারবো।’
আয়মান ইসলাম নামে অপর এক শিক্ষার্থীর মা আইভি আকতার বলেন, ‘আমার ছেলে ছবি আঁকতে খুব পছন্দ করে। কিন্তু তালোড়ায় এই ধরনের প্রশিক্ষণের কোন ব্যবস্থা ছিল না। তাই বিকল্প হিসেবে বগুড়া শহরের কথা চিন্তা করছিলাম। তবে শহরে যাওয়া-আসায় যেমন সময় নষ্ট হয় তেমনি ৪০-৪২ কিলোমিটার পথের জার্নিও অনেক কষ্টকর। ঘাসফড়িং আমাদের সেই কষ্ট দূর করলো। এজন্য উদোক্তাদের ধন্যবাদ জানাই।’

সাজিয়া আফরিন সোমা জানান, আরএসি মূলত সুবিধা বঞ্চিত, নির্যাতিত এবং অসহায় শিশুদের নিয়ে কাজ করে। তিনি বলেন, ‘তালোড়ার শিক্ষার্থীরা চিত্রাঙ্কনের দিক দিয়ে অনেক পিছিয়ে রয়েছে। তাই ওরা যেন সবার সাথে তাল মিলিয়ে চলতে পারে- সেজন্যই ঘাসফড়িং-এর মাধ্যমে এ ধরনের উদ্যোগ নেওয়া হয়েছে।’ সাজিয়া আফরিন সোমা জানান, ঘাসফড়িংয়ে নামমাত্র ফি’র বিনিময়ে শিক্ষার্থীদের চিত্রাঙ্কন শেখানোর ব্যবস্থা রাখা হয়েছে। এখানে ফি বাবদ যে টাকা নেওয়া হচ্ছে তার পুরোটাই সুবিধা বঞ্চিত শিশুদের স্বাস্থ্য সেবার উন্নয়নে ব্যয় করা হবে।