রয়-রুটের বিদায়ে নড়ে গেছ ইংলিশদের ভিত্তি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৪ জুলাই ২০১৯ ১৫:৩৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৩ বার।

অস্ট্রেলিয়া ১৯৮৭ বিশ্বকাপে ২৫৩ রান করে ইংলিশদের আটকে দেয়। ১৯৯২'র আসরে পাকিস্তান পোমসদের আটকে দেয় ২৪৯ রান করে। কিউইরাও এবার তেমনই রান করেছে। লক্ষ্য দিয়েছে ২৪২। এরপর বল হাতে জেসন রয়কে শুরুতে তুলে নেয়। পরেই জো রুটকে। কিউই পেসারদের কাজটা এখন ধারাবাহিকভাবে করতে হবে। তবেই না জমবে বিশ্বকাপ।

ইংল্যান্ড ১৭ ওভারে ২ উইকেট হারিয়ে তুলেছে ৬২ রান। জনি বেয়ারস্টো ৩২ রান করে ক্রিজে আছেন। তার সঙ্গী অধিনায়ক ইয়ন মরগান। জেসন রয় আাউট হয়েছেন ১৭ রান করে। জো রুট ফিরেছেন ৭ রানে। 

লর্ডসে শুরুতে বল করা নিউজিল্যান্ড ২৯ রানে প্রথম উইকেট হারায়। শুরুর ধাক্কা তারা সামাল দেন কেন উইলিয়ামসন এবং হেনরি নিকোলাসের ৭৪ রানের জুটিতে। নিকোলাস খেলেন ৫৫ রানের ইনিংস। উইলিয়ামসন করেন ৩০ রান। এরপর পথ হারায় কিউইরা। টম ল্যাথাম ৪৭ রান করলে পরে মাঝারি রানের ওই পুঁজি পায় কিউইরা।

রস টেইলর আম্পায়ারের ভুল লেগ বিফোরের সিদ্ধান্তে ১৫ রান করে আউট হন। জিমি নিশাম করেন ১৯ রান। দলের হয়ে ১৬ রান করেন কলিন ডি গ্রান্ডহোম। ইংলিশ পেসার ক্রিস ওকস এবং লিয়াম প্লাঙ্কেট নেন তিনটি করে উইকেট।