রংপুর থেকে এরশাদের মরদেহ ঢাকায় নিতে না দেওয়ার ‘হুমকি’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০১৯ ০৮:৫৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৯ বার।

রংপুর থেকে এরশাদের মরদেহ ঢাকা নিয়ে যেতে দেওয়া হবে না বলে জানিয়েছেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদের মরদেহ রংপুরেই দাফনের দাবিতে একাট্টা হয়েছেন রংপুর বিভাগীয় জাতীয় পার্টি।

সোমবার দুপুরে সেন্ট্রাল রোডস্থ দলীয় কার্যালয়ে এক শোকসভায় এই দাবি জানানো হয়।

মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, “রংপুরে জানাজা শেষে যদি লাশ ঢাকায় নিয়ে যাওয়ার অপচেষ্টা করা হয় তাহলে রংপুরের নেতাকর্মীরা বুকের তাজা রক্ত দিয়ে হলেও সে চেষ্টা প্রতিহত করবে। খবর দেশ রুপান্তর অনলাইন

রংপুর জেলা ও নগর জাতীয় পার্টির আয়োজনে এই সভায় রংপুর বিভাগের জাতীয় পার্টির সিনিয়র নেতারা বক্তব্য রাখেন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে হেলিকপ্টারযোগে এরশাদের মরদেহ রংপুরে নেওয়া হবে।

সেখানে রংপুর জিলা স্কুল মাঠে/ঈদগাহ মাঠে বাদ জোহর তার চতুর্থ জানাজা শেষে মরদেহ ঢাকায় আনা হবে।

এরপর বিকেলে ঢাকায় বনানী সামরিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হবে।

রোববার সকাল ৭টা ৪৫ মিনিটে রাজধানীর ক্যান্টনমেন্টের সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর। প্রায় আট মাস ধরে অসুস্থ ছিলেন এরশাদ। গত ১০ দিন ধরে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) লাইফ সাপোর্টে ছিলেন এরশাদ।