হিমাচলে ভারী বর্ষণে ভবন ধসে নিহত ১৩

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৫ জুলাই ২০১৯ ০৯:১৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৫ বার।

ভারতের হিমাচল প্রদেশে একটি বহুতল ভবন ধসে সেনাসদস্যসহ অন্তত ১৩ জন নিহত হয়েছেন। 

স্থানীয় সময় রোববার বিকেলে প্রদেশটির রাজধানী শিমলা থেকে প্রায় ৪৫ কিলোমিটার দূরে সোলানে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে।

ভবনটির ধ্বংসস্তূপ থেকে এ পর্যন্ত ১৭ জনকে উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১২ জন বেসামরিক ও ছয় সেনা রয়েছেন বলে সোমবার এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।  খবর এনডিটিভি ও সমকাল অনলাইন

উদ্ধারের পর তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভবনটির মালিকের স্ত্রী ও দুই সেনাকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করার পর তাদের মৃত্যু হয়। 

পুলিশ জানিয়েছে, দুর্যোগ মোকাবিলা বাহিনীর দুইটি দল সারারাত ধরে উদ্ধার অভিযান চালিয়েছে। পরে আরও একটি দল তাদের সঙ্গে যোগ দিয়েছে। 

তিনতলা ওই ভবনটির নিচ তলায় একটি রেস্তোরাঁ ও উপরে ছোট একটি গেস্ট হাউস ছিল। সেনাবাহিনীর প্রায় ৩০ জন সদস্য ও তাদের পরিবার নিয়ে উত্তরাখাণ্ড যাচ্ছিল। পথিমধ্যে তারা ওই রেস্তোরাঁয় দুপুরের খাবার খেতে থেমেছিল।

প্রবল বৃষ্টির কারণে পাহাড়ের ঢালুতে থাকা ভবনটি ধসে পড়ে। 

ঘটনার পর অবহেলার অভিযোগ এনে ভবন মালিকের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী জয়রাম ঠাকুর এক টুইটে জানিয়েছেন, ভবনটির ধ্বংসস্তূপের নিচে আটকা পড়াদের উদ্ধারে অভিযান চলছে। 

রোববার রাতে ওই এলাকায় ভারী বৃষ্টিপাতের পর চন্ডিগড়-শিমলা জাতীয় মহাসড়কের বেশ কয়েকটি এলাকায় ভূমিধসের কারণে সড়কটিতে যানজটসৃষ্টি হয়েছে। সড়কের কোথাও কোথাও কাদাতে ঢেকে গেছে।