কাজিপুরের প্রত্যন্ত গ্রাম পারুলকান্দিতে মাদকের বিরুদ্ধে সোচ্চার তরুণ-যুবকরা

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০১৮ ১১:৫৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৯২ বার।

গ্রামের নাম পারুলকান্দি। সিরাজগঞ্জ জেলার কাজিপুর উপজেলার ওই গ্রামে মাদকের কেনা-বেচা কোনভাবেই বন্ধ করা  যাচ্ছে না। উপজেলা সদর থেকে প্রায় পনের কিলোমিটার দূরের ওই গ্রামটির অবস্থান জেলার একেবারে প্রান্তে হওয়ায় আইন-শৃঙ্খলা বাহিনীর সার্বক্ষণিক নজরদারি অভাবে মাদক কারবারীরা বিশেষ সুবিধা পেয়ে থাকে। মাদক বিরোধী অভিযানের খবর পেলেই বিক্রেতারা পার্শ্ববর্তী বগুড়ার ধুনট উপজেলার গ্রামগুলোতে ঢুকে পড়ে।
তবে এবার মাদক কারবারীদের রুখে দিতে সোচ্চার হয়েছে পারুলকান্দি গ্রামের তরুণ ও যুবকরা। তাদের গড়া সংগঠন ‘পারুলকান্দি ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশন’-এর ব্যানারে তারা মাদক বিরোধী আন্দোলন শুরু করেছেন। তারা গ্রামবাসীকে মাদকের কুফল সম্পর্কেও অবহিত করছেন। এর পাশাপাশি ওই সংগঠনের সদস্যরা পুলিশের সহায়তায় মাদক ব্যবসায়ীদের আটক করে আইনের হাতে সোপর্দও করছেন।
তারই ধারবাহিকতায় ওই সংগঠনের পক্ষ থেকে গেল বুধবার বিকেলে পারুলকান্দি গ্রামে মাদক বিরোধী সচেতনতামুলক র‌্যালী ও মানববন্ধনের আয়োজন করা হয়। এতে গ্রামের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। হাজির ছিলেন স্থানীয় রাজনীতিবিদ, জনপ্রতিনিধি এবং পুলিশ কর্মকর্তাকরাও। তারা মাদক প্রতিরোধে গ্রামবাসীর করণীয়গুলো তুলে ধরেন।
মানববন্ধনে বক্তৃতা করেন সোনামুখী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজগর আলী মন্ডল, কাজীপুর থানার এসআই মনিরুজ্জামান রকি, এসআই আব্দুল মতিন, ইউপি সদস্য তোজাম্মেল হক, সাবেক ইউপি সদস্য মোজাম্মেল হক, সংগঠনের সদস্য আরেফিন আহমেদ, আব্দুল হাকিম, মোখলেছ, মিজানুর রহমান সুইট, আব্দুল আজিজ, লিপু, রাসেল ও পলাশ।
কাজীপুর থানার এসআই মনিরুজ্জামান বলেন, পারুলকান্দি গ্রামের একদল তরুণ মাদকের বিরুদ্ধে যেভাবে তৎপর রয়েছে, এভাবে প্রতিটা গ্রামে তরুণরা ঐক্যবদ্ধ হলে দ্রুত মাদক নিয়ন্ত্রণ করা সম্ভব। তিনি পারুলকান্দি ক্রিয়েটিভ অ্যাসোসিয়েশনের মাদক বিরোধী কর্মকাণ্ডেরও প্রশংসা করেন।