বগুড়ার ধুনটে ৫০০ বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ১৫ জুলাই ২০১৯ ১২:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৫২ বার।

বগুড়ার ধুনট উপজেলার বন্যা দুর্গত ৫০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার বিকেল ৫ টায় ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ সামগ্রী বিতরণ পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন সংসদ সদস্য হাবিবর রহমান। এসময় তিনি বলেন, 'প্রাকৃতিক দূর্যোগে মানুষের কোন হাত থাকে না। ধর্য্য ও সাহসীকতার সাথে দূর্যোগ মোকাবেলা করতে হবে।'

তিনি আরো বলেন, 'বন্যা দুর্গতদের সকল ধরনের সহযোগিতা করতে সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রস্তুত রয়েছে।' 

ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেলের সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহেনা, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, ভান্ডারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম এবং সাধারণ সম্পাদক গোলাম রব্বানী ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন। 

পরে বন্যা দুর্গত প্রতিটি পরিবারের মাঝে ১০ কেজি চাল, ১ লিটার সোয়াবিন তেল, ১ কেজি ডাল, ১ কেজি লবন, ১ কেজি চিনি, ২ কেজি চিড়া ও হাফ কেজি করে নুডুলস বিতরণ করা হয়। এভাবে মোট ৫০০ পরিবারের মধ্যে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।