ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় লাচ্ছা সেমাই ফ্যাক্টরীতে ৪০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৫ জুলাই ২০১৯ ১৫:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে বগুড়ায়  এক সেমাই ফ্যাক্টরীকে  ৪০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার কাহালু উপজেলার কাজীপাড়ায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের পরিচালনায় অভিযান চালিয়ে ওই অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অভিযানে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা। 

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রায় ৩ ঘন্টার ওই অভিযানে আদালত অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে  লাচ্ছা সেমাই ফ্যাক্টরীর এর ম্যানেজার মোঃ নাঈমকে  ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।