মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে নিয়ে গেছে পুলিশ

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০১৯ ০৬:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১১ বার।

বরগুনায় রিফাত শরীফ হত্যার ঘটনায় তার স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য বাসা থেকে বরগুনা পুলিশ লাইন্সে নিয়ে গেছে পুলিশ।

মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে মিন্নি ও তার বাবাকে তাদের বরগুনা শহরের নয়াকাটার বাসা থেকে পুলিশ লাইন্সে নিয়ে যাওয়া হয়।

বরগুনা পুলিশ সুপার মো. মারুফ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

পুলিশ সুপার বলেন, মিন্নিকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়েছে। বর্তমানে তিনি পুলিশ হেফাজতে আছেন। 

রিফাত হত্যাকাণ্ডের ঘটনায় শনিবার রাতে বরগুনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘটনায় মিন্নিকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের দাবি জানান মিন্নির শ্বশুর ও নিহত রিফাতের বাবা আব্দুল হালীম দুলাল শরীফ। খবর সমকাল অনলাইন

গত ২৬ জুন সকালে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা স্ত্রীর সামনে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে রিফাত শরীফকে। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদী হয়ে ১২ জনকে আসামি করে হত্যা মামলা করেন।

রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত ২ জুলাই ভোররাতে মামলার প্রধান আসামি নয়ন বন্ড পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়। এখন পর্যন্ত এজাহারভুক্ত তিনজনসহ সাত আসামি হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। এ ঘটনায় বর্তমানে ৬ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।