বগুড়ার ধুনটে দুই গ্রামের ৩৭৬টি বাড়িতে বিদ্যুৎ সংযোগ প্রদান

ধুনট উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮ ১১:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৭৬ বার।

বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নের চকমেহেদী ও মথুরাপুর ইউনিয়নের খাদুলী দিঘর গ্রামের ৩৭৬টি বসত-বাড়িতে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। শনিবার দুপুরে চক মেহেদী মাদ্রাসা মাঠে এক অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যুৎ সংযোগ প্রদানের উদ্বোধন করেন স্থানীয় সাংসদ হাবিবর রহমান। পরে সেখানে এক জনসভায় তিনি প্রধান অতিথির বক্তৃতা করেন।

স্থানীয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তারা জানান, প্রায়৮০ লাখ টাকা ব্যয়ে ওই এলাকায় নতুন করে সোয়া ৫ কিলোমিটার বিদ্যুৎ বিতরণ লাইন নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে দু’টি গ্রামের মোট ৩৯৯টি সংযোগ প্রদান করা সম্ভব।

নতুন দু’টি গ্রাম বিদ্যুতায়ন উপলক্ষ্যে আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন গোপালনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম হোসেন সরকার। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি গোলাম সোবহান, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন আলম, গোপালনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়াম্যান আনোয়ারুল ইসলাম, মথুরাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল ইসলাম রেজা, বগুড়া পল্লী বিদ্যুৎ সমিতি ধুনট অঞ্চলের পরিচালক নাজমুল হুদা, উপজেলা সেচ্ছাসেবকলীগের সভাপতি সুলতান মাহমুদ ও সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম গামা।