কী হিসেবে আছি জানি না: সুজন

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৭ জুলাই ২০১৯ ১৫:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৩ বার।

বিশ্বকাপ শেষ হতেই ইংলিশ কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে কদিন পরই শ্রীলঙ্কা সফর। প্রধান কোচের পদটা শূন্য থাকায় এই সফরে খালেদ মাহমুদ সুজন অন্তর্বর্তী কোচের দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছিলেন বিসিবির পরিচালক আকরাম খান। তবে বুধবার সংবাদমাধ্যমকে সুজন বললেন, এখনো অফিশিয়ালি তাকে কিছু জানানো হয়নি।

শ্রীলঙ্কা সফরের জন্য বুধবার থেকে আনুষ্ঠানিক অনুশীলন শুরু করেছে বাংলাদেশ দল। যদিও প্রথম দিন সবাই ছিলেন না। অনুশীলনের ফাঁকে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সুজন।

এ সময় নিজের দায়িত্ব প্রসঙ্গে বিসিবির অন্যতম এই পরিচালক বলেন, ‘‘বোর্ড আমার সঙ্গে কোনো আলোচনা করেনি। আকরাম ভাই আমাকে বলেছেন, তুই আপাতত দেখাশোনা কর। যেহেতু এখন আমাদের কোচ নেই। এ কারণে দেখাশোনা করা। বোর্ড এখন পর্যন্ত আমার সঙ্গে অফিশিয়ালি যোগাযোগ করেনি।’’

সুজনের অধীনেই শ্রীলঙ্কা সফরের প্রস্তুতি শুরু করল বাংলাদেশ দল। তবে তিনি কী হিসেবে আছেন সেটি নিজেই জানেন না দাবি করছেন, ‘‘আমি এত দিন বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে আছি। দেশের স্বার্থে আমি সব সময়ই কাজ করি। তবে এখনো আমার সঙ্গে সেভাবে যোগাযোগ হয়নি। এখনো জানি না, কী হিসেবে আছি।’’

জাতীয় দলের সাবেক এই অধিনায়ক যোগ করে বলেন, ‘‘এর মধ্যে আমরা নতুন কোচ পেয়েও যেতে পারি। এমন যদি হয়, তাহলে তো ভালোই। আপাতত এই দুই-তিন দিন ট্রেনিং সেশনে কাজ করব। যাওয়ার আগে বোঝা যাবে কী হবে, না হবে।’’

বিসিবির পরিচালক সুজনকে আসলে বিভিন্ন সময়ে বিভিন্ন ভূমিকাতেই দেখা যায়। জাতীয় দলের ম্যানেজারের পদটা বলতে গেলে স্থায়ী তার জন্য। বেশির ভাগ সময়ই এই দায়িত্ব সামলান তিনি।

এ ছাড়া ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে সাফল্য দেখিয়েছেন। চন্ডিকা হাতুরুসিংহের বিদায়ের পরও অন্তর্বর্তী কোচ হিসেবে টাইগারদের দায়িত্ব সামলেছিলেন।

তবে অন্তর্বর্তী কোচ নয়, সুজন আসলে চান দীর্ঘ মেয়াদে দায়িত্ব পেতে। আগেও যে ইচ্ছের কথা সংবাদমাধ্যমে বলেছিলেন। এদিন আরেকবার বললেন সেটি, ‘‘সবারই তো দীর্ঘ দিনের পরিকল্পনা থাকে। আপনি দেখেন স্টিভ রোডস যখন বাংলাদেশে এসেছিল তার ওয়েস্ট ইন্ডিজ সিরিজ ভালো যায়নি। এরপর বাংলাদেশ তার অধীনে বেশ কয়েকটি ম্যাচ জিতেছে। সময়ের প্রয়োজন হয় পরিকল্পনা করার জন্য।’’

‘‘যে কোনো কোচেরই এটা থাকে। যদিও আমি বাংলাদেশ দলের পরিকল্পনা সম্পর্কে জানি। কারণ দলের সঙ্গে আমি অনেক দিন ধরেই আছি। তারপরও দীর্ঘ সময়ের জন্য সুযোগ পেলে যে কোনো মানুষের জন্য কাজ করতে অবশ্যই সুবিধা হয়।’’