ইবোলা নিয়ে বৈশ্বিক সতর্কতা জারি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৮ জুলাই ২০১৯ ০৬:৫৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৮ বার।

আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর ইবোলা সংকটকে ‘বৈশ্বিক জনস্বাস্থ্য সংকট’ বলে ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)। খবর বিবিসির।

বুধবার জেনেভায় এক সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গিব্রাইয়াসুস ইবোলাকে ‘আন্তর্জাতিক পর্যায়ের জনস্বাস্থ্য সংকট’ উল্লেখ করে জরুরি অবস্থার ঘোষণা দেন।

তিনি বলেন, এ বিষয়ে বিশ্ববাসীর নজর দেওয়ার সময় হয়েছে। এ ঘোষণার ফলে সম্পদশালী দাতা দেশগুলো আরও অর্থ সহায়তা দেওয়ার বিষয়ে সচেতন হবে বলে ধারণা করা হচ্ছে।  

এই সিদ্ধান্তকে আন্তর্জাতিক ফেডারেশন রেড ক্রস ও রেড ক্রিসেন্ট স্বাগত জানিয়েছে।

চলতি সপ্তাহে ১০ লাখেরও বেশি বাসিন্দার শহর ডিআর কঙ্গোর গোমায় প্রথমবারের মতো একজনের শরীরে ইবোলার ভাইরাস শনাক্ত হয়েছে। ইতোমধ্যে দেশটির আড়াই হাজারেরও বেশি লোক ইবোলায় আক্রান্ত হয়েছে এবং তাদের মধ্যে এক হাজার ৬শ’ জনেরও বেশি লোক মারা গেছে।

২০১৮ সালের অগাস্টে শুরু হয়ে ডিআর কঙ্গোর উত্তর কিভু ও ইতুরি প্রদেশে ছড়িয়ে পড়ে ইবোলা। ২২৪ দিনের মধ্যে আক্রান্তের সংখ্যা ১ হাজার জনে দাঁড়ায়।কিন্তু পরবর্তীতে মাত্র ৭১ দিনের মধ্যে সংখ্যাটি ২ হাজার জনে জনে গিয়ে দাঁড়ায়। প্রতিদিন নতুন করে প্রায় ১২ জন এ রোগে আক্রান্ত হচ্ছে। 

তবে ডব্লিউএইচও উত্তর কিভু ও ইতুরি প্রদেশের বাইরে বাসিন্দাদের যাওয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়নি। তারা বলছে, অন্য প্রদেশে ছড়িয়ে পড়ার মতো ঝুঁকি আপাতত নেই।

সর্বোচ্চ পর্যায়ের এই জরুরি পরিস্থিতির ঘোষণা এর আগে মাত্র চারবার দিয়েছিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থাটি। তার মধ্যে একটি পশ্চিম আফ্রিকায় মহামারী আকারে ইবোলার ছড়িয়ে পড়া নিয়েই ছিল।  ২০১৪ থেকে ২০১৬-র ওই সময়টিতে পশ্চিম আফ্রিকায় ইবোলা সংক্রমণে ১১ হাজারের বেশি লোকের মৃত্যু হয়েছিল।