বগুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৮ জুলাই ২০১৯ ০৮:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৮ বার।

“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি" এ স্লোগানকে সামনে রেখে বগুড়ায় জাতীয় মৎস্য সপ্তাহের কর্মসূচী শুরু হয়েছে। এই উপলক্ষ্যে বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টায় জেলা মৎস্য অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে  জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ কর জেলা পরিষদ চত্বরে শেষ হয়। সেখানে জেলা পরিষদের মিলনায়তনে  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

জেলা মৎস্য কর্মকর্তা রওশন আরা বেগমের  সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক রায়হানা ইসলাম।   অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন ও সদর থানার ওসি( তদন্ত) রেজাউল করিম রেজা।
আলোচনা সভা শেষে অতিথিরা জেলা পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন। এবার দেশব্যাপী জাতীয় মৎস্য সপ্তাহ ২৩ জুলাই পর্যন্ত চলবে ।