সান্তাহার থেকে নওগাঁ ও নজিপুর হয়ে রহনপুর পর্যন্ত রেলপথের দাবিতে হাঁপানিয়ায় মানববন্ধন

নওগাঁ প্রতিনিধি
প্রকাশ: ১৮ জুলাই ২০১৯ ১৩:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬৫ বার।

সান্তাহার থেকে নওগাঁ ও নজিপুর হয়ে রহনপুর পর্যন্ত রেলপথের দাবিতে বৃহস্পতিবার দুপুরে প্রায় ঘন্টা ব্যাপি হাঁপানিয়া মোড়ে মানববন্ধন কর্মসৃচী পালন করেছে হাঁপানিয়াবাসী ।
বীরমুক্তীযোদ্ধা মো: আব্দুল জলিল সরদারের সভাপতিত্বে  মানববন্ধনে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম একুশে পরিষদ নওগাঁর সহ-সভাপতি প্রতাপ চন্দ্র সরকার, কলেজ শিক্ষক আবু মুসা আল হোসাইন তারিক, যুব নেতা তরিকুল ইসলাম, একুশে পরিষদ লখাইজানী শাখার সাধারণ সম্পাদক আজিজুর রহমান স্বপন, শিক্ষক আব্দুল লতিফ, একুশে পরিষদ নওগাঁর সাধারণ সম্পাদক এম এম রাসেল প্রমুখ। বক্তারা বলেন, উত্তারাঞ্চলের জেলাগুলোর মধ্যে নওগাঁ একটি অনগ্রসর জেলা। যোগাযোগের ক্ষেত্রে সড়ক পথ ছাড়া আর কোন বিকল্প পথ নেই। এই জেলায় রেলপথের গুরুত্ব অপরিসীম। এই এলাকায় একটি রেলপথ হলে সেটি যাত্রীর পাশাপাশি এই এলাকার উৎপাদিত কৃষিপণ্য পরিবহণে প্রধান ভূমিকা রাখতে পারবে।