বগুড়ায় ছাত্রদলের পরিচিতি সভাঃ খালেদা জিয়ার মুক্তি এবং সুচিকিৎসা দাবি

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৬ অক্টোবর ২০১৮ ১৪:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৯৫ বার।

বগুড়ায় জাতীয়তাবাদী ছাত্রদলের নবগঠিত জেলা কমিটির পরিচিতি সভায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি, তাঁর সুচিকিৎসা এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবি জানানো হয়েছে। শনিবার বিকেলে শহরের নওয়াববাড়ি সড়কে দলীয় কার্যালয়ে ওই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ছাত্রদল বগুড়া জেলা কমিটির সভাপতি আবু হাসান। সঞ্চালনা করেছেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী রিগ্যান।

গুড়ায় ছাত্রদলের ৩৫৪ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ জেলা কমিটি গত ১১ সেপ্টেম্বর অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে গেল সপ্তাহে তা প্রকাশ করা হয়। এর আগে চলতি বছরের ৫ জুন পাঁচ সদস্য বিশিষ্ট জেলা কমিটি ঘোষণা করা হয়। প্রায় ৮ বছর পর ঘোষিত ওই কমিটিতে সরকারি শাহ্‌ সুলতান কলেজ কমিটির সভাপতি আবু হাসানকে সভাপতি এবং সরকারি আজিজুল হক কলেজ কমিটির যুগ্ম আহবায়ক নূরে আলম সিদ্কিী রিগ্যানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

শনিবার বিকেল সাড়ে ৩টায় পরিচিতি সভায় পূর্ণাঙ্গ কমিটির অন্তত ১৫০জন সদস্য উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ অভিযোগ করেন, পুলিশী হয়রানির কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও তাদের সব সদস্য উপস্থিত হতে পারেন নি।তারা অভিযোগ করেন, পরিচিতি সভায় আসার পথে ছাত্রদল বগুড়া জেলা কমিটির সহ-সভাপতি মাসুদ রানা মাসুদকে গোয়েন্দা পুলিশের পরিচয়ে আটক করা হয়।  

ছাত্রদল বগুড়া জেলা কমিটির সভাপতি আবু হাসান জানান, আগামীতে কেন্দ্র থেকে যেসব নির্দেশনা দেওয়া হবে তারা সেই অনুযায়ী সাংগঠনিক তৎপরতা চালাতে প্রস্তুত রয়েছেন। তিনি বলেন, ‘বগুড়ায় ছাত্রদলের প্রতিটি নেতা-কর্মী যে কোন ত্যাগ স্বীকার করতে প্রস্তুত রয়েছে।’