র‍্যাব-১২ এর অভিযান

বগুড়ার নন্দীগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে ধষর্ণের মূল আসামী মোয়াজ্জেম গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯ ০৯:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৮০ বার।

বগুড়ার নন্দীগ্রামে বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের আসামী ধর্ষক মোয়াজ্জমকে(৩০) গ্রেফতার করেছে র‍্যাব-১২। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২ টায় জেলার আদমদিঘী থানার কুন্দগ্রাম-কুশবাড়ীগামী রাস্তার উপর অভিযানে তাকে  গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ধর্ষক নন্দীগ্রাম উপজেলার বাশো দিঘীরপাড় গ্রামের আজিম উদ্দিনের ছেলে।

মোয়াজ্জেম বিবাহিত হলেও স্ত্রীর সাথে সম্পর্ক ভাল চলছিল না। তাই স্ত্রী দুই সন্তানসহ বাপের বাড়িতে থাকতো। সেই সুযোগে মোয়াজ্জেম পাশের ছোট চাঙ্গুইর গ্রামের এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীর (১৫) সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ১২ জুলাই  শুক্রবার রাতে স্ত্রী-সন্তান না থাকার সুযোগে বিয়ের প্রলোভন দিয়ে ওই কিশোরীকে ফোনে বাড়িতে ডেকে নেয় । পরে তাকে ধর্ষণ করে ঘরে তালাবদ্ধ করে রাখে।

পরেরদিন শনিবার সকাল থেকে কিশোরীর পরিবারের লোকজন খুঁজতে থাকে। মোয়াজ্জেমের ঘরে সন্ধ্যার পর মেয়েটির চিৎকারে গ্রামের লোকজন বিষয়টি জানতে। পরে ঘরের তালা ভেঙে তাকে কিশোরীকে উদ্ধার করে। কিন্তু ধর্ষক মোয়াজ্জেম সবার উপস্থিতি টের পেয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যায়।

 

স্পেশাল কোম্পানী র‌্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার মেজর এস এম মোর্শেদ হাসান বলেন, ওই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে নন্দীগ্রাম থানায়  ১৮ জুলাই ২০১৯ মামলা দায়ের করে। তার পর থেকেই আমাদের টীম ধর্ষককে গ্রেফতারে গোয়েন্দা তৎপরতা শুরু করে। 

তিনি আরও জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ধর্ষক মোয়াজ্জেমকে আদমদিঘী থানাধীন কুন্দগ্রাম-কুশবাড়ীগামী রাস্তার উপর থেকে গ্রেফতার করা হয়। শুক্রবার দুপুর আড়াইটায় ধর্ষক মোয়াজ্জামকে নন্দীগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে।