বগুড়ায় ৭৫ রিকশাচালককে উত্তমাশা'র 'ক্যাপ ছাতা' বিতরণ

অরুপ রতন শীল
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯ ১০:৪৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৭৩৫ বার।

 

কয়েকদিন ধরেই চলছে টানা বৃষ্টি। এতে দুর্ভোগে পড়েছেন রিকশা চালকরা। আবার অন্যদিন গুলোতেও প্রখর রোদ। রোদের প্রখরতা ও বৃষ্টি থেকে রক্ষা পেতে বগুড়ায় পায়েচালিত রিকশা চালকদের মাঝে ক্যাপ ছাতা বিরতণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় 'উত্তমাশা' নামের সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন শহরের সাতমাথা এলাকায় ৭৫ রিকশাচালকদের মাথায় এসব ক্যাপ পরিয়ে দেন। ক্যাপ ছাতা নামের বিশেষ ধরণের এই ছাতাগুলো প্রচলিত ছাতার চেয়ে কিছুটা ছোট, হাতলের বদলে বিশেষ কায়দায় মাথায় আটকে রাখা যায়।

সংগঠনের সদস্য নুসরাত জাহান বলেন, 'আমাদের সংগঠন এই বছরেই কাজ শুরু করেছে। মূলত আশে-পাশের অসহায় মানুষদের সাধ্যমত সাহায্য করাই আমাদের লক্ষ্য।'