দেশে শিশু হত্যা ও ধর্ষণের প্রতিবাদে আলোকিত বগুড়া'র মানববন্ধন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯ ১১:০৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬১ বার।

দেশ ব্যাপী শিশু হত্যা, ধর্ষণের প্রতিবাদে বগুড়ার সাতমাথায় মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০টায় সামাজিক সংগঠন আলোকিত বগুড়ার উদ্যোগে ওই কর্মসূচীতে শিশু হত্যা, ধর্ষণ,ইভটিজিং ও বখাটেপনা বন্ধ করতে সবাইকে সামাজিক আন্দোলন জোরদার করার আহবান জানানো হয়। 

সংগঠনের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট ফেরদৌসি আকতার রুনা বলেন, 'সামাজিক দায়বদ্ধতা থেকে আজ আমরা রাস্তায় দাড়িয়েছি। দেশ উন্নয়নের পথে দাবী করলেও শিশু হত্যা ও গণহারে ধর্ষন সেই উন্নয়নের পথে চরম অন্তরায়। এটি কি চোখে আঙ্গুল দিয়ে দেখাতে হবে? ইভ টিজিং, বখাটেপনা বন্ধ করতে পুলিশ প্রশাসনের তৎপর হতে হবে এবং আমাদেরকে সামাজিক আন্দোলন করতে হবে।'
মানববন্ধনে আরো বক্তব্য রাখেন,জাসদের  জেলা কমিটির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ঠান্ডু,  জাসদ নেতা রেজাউল বারী দিপন, সিনিয়র সাংবাদিক বাদল চৌধুরী, বাবু বসুধা, ফজলে রাব্বী ডলার, মমিনুর রশিদ সাইন, সাবেক কাউন্সিলর টিপু সুলতান, কাউন্সিলর খোরশেদ, সীমা বাড়ি শাখা কমিটির সহ সভাপতি হেলালুর রহমান, কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, কোহিনুর খানম, সেলিনা আকতার বিউটি, বিপ্লব, আলী আহম্মেদ, ও সালমান অরূপ।