১০ উইকেটে ইমরুলদের হারাল আফগানিস্তান

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯ ১২:৩৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭০ বার।

ব্যাটিংয়ে এক আফিফ হোসেন ছাড়া কেউ দাঁড়াতেই পারেনি। বোলিংয়েও লেজেগোবরে অবস্থা। শদুয়েক রান নিয়ে প্রতিপক্ষকে আটকাতে নেমে একটা উইকেটও ফেলতে পারেননি রুবেল হোসেনরা। আফগানিস্তান জিতে গেছে ৩৭ বল হাতে রেখে!

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম আনঅফিশিয়াল ৫০ ওভারের ম্যাচে টস জিতে ব্যাটিং করা বাংলাদেশ ‘এ’ দল নির্ধারিত ৫০ ওভার শেষে ২০১ রান করে। কোনো উইকেট না হারিয়ে আফগানিস্তান জিতে যায় ৪৩.৫ ওভারে।

আফিফ রান আউট হওয়ার আগে ৭১ বলে চার চারে ৫৯ রানের ইনিংস খেলেন। সপ্তম উইকেট জুটিতে ফরহাদ রেজাকে (৩০) সঙ্গে নিয়ে গড়েন ৬৭ রানের জুটি। অন্যদের মধ্যে ইমরুল কায়েস ২৮, এনামুল ১৯ ও সাব্বির রহমান ১৫ রান করেন।

আফগানিস্তানের বোলারদের মধ্যে দুটি করে উইকেট নেন নাভিন-উল-হক ও করিম জানাত।

আফগান ওপেনার রহমানুল্লাহ গুরবা ১৩৮ বলে ১১টি চার আর তিনটি ছক্কায় অপরাজিত ১০৫ রান করেন।

আরেক ওপেনার ইব্রাহিম জাদরান ৮৬ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশি বোলারদের মধ্যে ২৪ বছর বয়সী মেহেদী হাসান একটু নিয়ন্ত্রিত ছিলেন। ১০ ওভারে ২৬ রান দেন তিনি। সদ্য বিশ্বকাপ খেলে আসা রুবেল ৭.৫ ওভারে ২৪ খরচ করেন। আবু জায়েদ দেন ৩৬। নাজমুল হাসান তিন ওভারে ৩৬ দিয়ে আর বল করতেই আসেননি। সাব্বিরেরও একই অবস্থা। তিন ওভারে ২৩ দিয়ে রানআপ থেকে সরে যান।

ব্যাট হাতে অর্ধশতক করা আফিফ ৪ ওভারে ১৬ খরচ করেন।

এর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-০ ব্যবধানে নিজেদের করে নেয় আফগানিস্তান ‘এ’ দল।