সিগারেটের প্যাকেটে নিজের কাটা পায়ের ছবি দেখে আঁতকে উঠলেন তিনি

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯ ১২:৪৩ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫৭ বার।

ধূমপানে সতর্কতা হিসেবে ক্ষতির দিকগুলো ছবি সহকারে সিগারেটের প্যাকেটে দেওয়ার আইন আছে। ফলে আক্রান্ত ফুসফুসসহ ক্যানসার হারানো অঙ্গ প্রত্যঙ্গের ছবি দেখতে পাওয়া যায় সিগারেটের প্যাকেটে।

তবে এর বিরুদ্ধে ভয়াবহ এক অভিযোগ এনেছেন পূর্ব ফ্রান্সের ৬০ বছর বয়সী এক বাসিন্দা।

বিবিসি জানায়, অনুমতি ছাড়াই সিগারেটের প্যাকেটে তার কাটা পায়ের ছবি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন আলবেনিয়ার এ অধিবাসী।

ফ্রান্সের মেটজ শহরে বাস করা ওই ব্যক্তি জানান, আলবেনিয়ায় ১৯৯৭ সালে গুলিবিদ্ধ হয়ে তার পা কাটা পড়ে। ২০ বছর ধরে তিনি ক্রাচ ব্যবহার করছেন।

সিগারেটের প্যাকেটে দেখা যায়, কাটা পায়ের ছবিসহ একটি স্লোগানে লেখা হয়েছে-  ধূমপান আপনার শিরায় রক্ত চলাচলে ব্যাহত করে। 

গত বছর লুক্সেমবার্গ থেকে সিগারেট কিনতে গিয়ে প্যাকেটের গায়ে নিজের কাটা পায়ের ছবি দেখে আঁতকে ওঠেন তিনি। কাটা পা’টিতে চিহ্নিত দাগগুলো দেখে তিনি শনাক্ত করেন এটি তারই পায়ের ছবি।

এমনকি ওই ব্যক্তির মেয়ে, বোনসহ পরিবারের অন্যরাও এই ছবি শনাক্ত করেছেন। তারা এমন ঘটনায় ক্ষুব্ধ এবং অপমানিত।

এদিকে ওই ব্যক্তির আইনজীবী অ্যান্থনি ফিতান্তে বলেন, ছবিটিতে প্রতিটি দাগ নির্দিষ্ট এবং চিহ্নিত। ছবিতে অন্য পায়ে পোড়া দাগও শনাক্ত করা গেছে।

তিনি বলেন, আমার মক্কেল প্রতারিত হয়েছেন বলে মনে করছেন। তাকে ঠকানো হয়েছে। এটি নিশ্চিত যে, এভাবে সিগারেটের প্যাকেটে নিজের ছবি দেখা কোনোভাবে সুখকর কিছু নয়।

ওই ব্যক্তি ধারণা করছেন, হাসপাতালে চিকিৎসার সময় তোলা ওই ছবি ব্যবহৃত হয়েছে ধূমপান বিরোধী প্রচারণায়।

ইউরোপীয় ইউনিয়নের ডেটাবেইস অনুসারে দেশটির কর্তৃপক্ষ জানাচ্ছে, ওই ব্যক্তি হাসপাতালে ভর্তির আগেই সেখান থেকে ধূমপানবিরোধী প্রচারণার জন্য ছবি সংগ্রহ করা হয়।