টিকটকে এ কোন ‘কোহলি’

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯ ১২:৪৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

কখনো শপিং মলে গিয়ে দরদাম করছেন। কখনো আবার প্রেমিক সেজে বান্ধবীকে হাঁটু গেড়ে বিয়ের প্রস্তাব দিচ্ছেন। কখনও উদ্দাম নাচ, কখনও আবার ক্রিকেট নিয়ে বিশ্লেষণ। নেট দুনিয়ায় কয়েক দিন ধরে ‘বিরাট কোহলি’র এমন কিছু টিকটক ভিডিও ঘুরে বেড়াচ্ছে। এদিন জানা গেল এই কোহলি আসলে সেই কোহলি নয়!

ক্রিকেটার কোহলি কোনোদিন টিকটক অ্যাপ ব্যবহার করেননি। তার মতো দেখতে এক ব্যক্তি ভিডিওগুলো ছড়িয়েছেন।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে. সোশ্যাল মিডিয়ার এই বিরাট কোহলি আসলে গৌরব অরোরা। টিকটকে গৌরবঅরোরা_৫ এই অ্যাকাউন্টের এখন ফলোয়ার সংখ্যা ৪ মিলিয়ন।

ভিডিওগুলোর ব্যাপারে গৌরব বলেন, ‘মানুষ আমাকে ভারতীয় অধিনায়কের মতো মনে করে। ভিডিওতে আমাকে দেখে আমি নিজেও চমকে যাই। প্রথম ভিডিওর পর ব্যাপক সাড়া পাওয়ায় পরে আবার করেছি।’