ইরানি ড্রোন ধ্বংসের দাবি ট্রাম্পের

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ১৯ জুলাই ২০১৯ ১২:৪৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১১৬ বার।

হরমুজ প্রণালিতে ইরানের একটি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে যুক্তরাষ্ট্র।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে কথা বলতে গিয়ে এ দাবি করেন বলে শুক্রবার বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে।

ট্রাম্প বলেন, মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস বক্সারের এক হাজার মিটারের মধ্যে চলে এসেছিল ইরানের ড্রোনটি। এটি ধ্বংস করা হয়েছে।

হুমকি মনে হওয়ায় যুক্তরাষ্ট্র ড্রোনটি ধ্বংস করার মধ্য দিয়ে 'প্রতিরক্ষামূলক পদক্ষেপ' গ্রহণ করেছে বলে মার্কিন প্রেসিডেন্টের দাবি।

ইরানের পক্ষ থেকে বলা হয়েছে, ড্রোন নিখোঁজ হওয়ার কোনও তথ্য তাদের কাছে নেই।

এর আগে গত জুনে যুক্তরাষ্ট্রের একটি সামরিক ড্রোন ধ্বংস করে ইরান। ভূমধ্যসাগরে গত মে মাসে যুক্তরাষ্ট্রের একটি ট্যাংকারে হামলার অভিযোগ ওঠে ইরানের বিরুদ্ধে। তবে ইরান অভিযোগ অস্বীকার করে।

সার্বিক বিষয় নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চলছে বেশ কিছু দিন ধরেই। বুধবারের ড্রোন ভূপাতিত করার ঘটনা এতে নতুন করে যুক্ত হলো।