শেরপুরে সাংসদ হাবিবের নির্বাচনী শোডাউন

শেরপুর উপজেলা (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০১৮ ১৩:১৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৫ বার।

সংসদ নির্বাচনকে সামনে রেখে বগুড়া-৫ (শেরপুর-ধুনট) আসনের সাংসদ হাবিবর রহমান নৌকার সমর্থনে রোববার বিকেলে দলীয় নেতা-কর্মীদের নিয়ে শেরপুরে মিছিল ও পথসভা করেছেন। শহরের হাসপাতাল রোডে মোজাহার আলী কোল্ড স্টোর চত্বর থেকে বের হওয়া ওই মিছিলে উপজেলার বিভিন্ন ইউনিয়নের অন্তত পাঁচ হাজার দলীয় নেতা-কর্মী অংশ নেন। মিছিলকারীরা নৌকায় ভোট চেয়ে স্লোগান দেন। 

মিছিল শেষে স্থানীয় বাসস্ট্যান্ডে পথসভার আয়োজন করা হয়। সেখানে বক্তৃতা কালে সাংসদ হাবিবর রহমান বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। উন্নয়ন-অগ্রযাত্রায় বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল। দেশের সব সেক্টরেই উন্নয়নের ছোয়া লেগেছে। স্কুল-কলেজ, রাস্তা-ঘাট ও ব্রীজ-কালভার্ট নির্মাণ ও সংস্কার করা হয়েছে। ঘরে ঘরে বিদ্যুতের আলো জ¦লছে। তাই উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে হবে। এজন্য আগামি জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে। সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে দলীয় নেতাকর্মীদের মাঠে ঝাঁপিয়ে পড়ার আহবান তিনি। পথসভা চলাকালে নেতা-কর্মীর সাংসদ হাবিবর রহমানের পক্ষে শ্লোগান দিয়ে তাকে আবারও দলের মনোনয়ন দেওয়ার দাবি জানান।
পথসভায় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন সাংসদ পুত্র ও ধুনট উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আসিফ ইকবাল সনি, শেরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আহসান হাবিব আম্বীয়া, সাবেক সাধারণ সম্পাদক শাহজামাল সিরাজী, মকবুল হোসেন, রেজাউল করিম রেজা, বদরুল ইসলাম পোদ্দার ববি, সৈয়দ ফজলে ইমাম টুলু, নাজমুল আলম খোকন, আবু তালেব আকন্দ, মনিরুজ্জামান জিন্নাহ, আব্দুল হান্নান ও সাংসদের পিএস কোরবান আলী মিলন।