সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে আন্দোলনে ঢাবি শিক্ষার্থীরা

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০১৯ ০৬:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪৯ বার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্তি থেকে সরকারি সাত কলেজকে বাদ দেয়ার দাবিতে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। রোববার সকালে ক্লাস পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনগুলোতে তালা ঝুলিয়ে দেন।

সাত কলেজের অধিভুক্তি বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন একাডেমিক ও প্রশাসনিক ভবনে তালা দেন শিক্ষার্থীরা। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে কর্মচারীদের বাগবিতণ্ডা হয়। খবর যুগান্তর অনলাইন 

সকাল ৯টার দিকে প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. মু. সামাদ তার কার্যালয়ে প্রবেশের চেষ্টা করলেও শিক্ষার্থীদের বাধায় ঢুকতে পারেননি।

শিক্ষার্থীরা জানিয়েছেন, সাত কলেজ বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের গলার কাঁটা হিসেবে পরিণত হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৭ হাজার শিক্ষার্থীর শিক্ষা কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে ব্যর্থ, সেখানে অতিরিক্ত সাত কলেজের পৌনে দুই লাখ শিক্ষার্থীর দায়িত্বভার গ্রহণ অযৌক্তিক ও অনভিপ্রেত। তাই তারা সাত কলেজের অধিভুক্তি বাতিল চান।