২৬ মিনিটের ব্যবধানে মৃত্যুই তাদের ৭০ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটাল

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২১ জুলাই ২০১৯ ০৭:০২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৪০ বার।

তুরস্কে ৯২ বছরের এক দম্পতি ২৬ মিনিটের ব্যবধানে মারা গেছেন। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর অনটালিয়ার ১৬ কিলোমিটার দূরে একটি পার্বত্য এলাকায় বাস করতেন রাজিয়া ইলমাজ ও আ. রহমান।

মৃত্যুই তাদের ৭০ বছরের দাম্পত্য জীবনের বিচ্ছেদ ঘটাল। খবর আনাদোলুর।

বার্ধক্যজনিত কারণে শুক্রবার সকাল সাড়ে ৭টায় মারা যান রেজিয়া ইলমাজ (৯২)। শোক সইতে না পেরে স্ত্রীর মৃত্যুর ২৬ মিনিট পর মারা যান আ. রহমানও (৯২)।

চাষাবাদ করে ওই দম্পতি তাদের ১১টি সন্তানকে ভালোভাবে লালন-পালন করে সুখে-শান্তিতেই জীবনযাপন করে গেছেন। ওই দম্পতির ৩০ জন নাতি-নাতনিও রয়েছে।

তাদের জানাজায় প্রচুর লোক সমাগম হয়। গ্রামবাসী তাদের অনেক ভালোবাসতেন। জানাজা শেষে গ্রামের কবরস্থানে পাশাপাশি কবর দেয়া হয়।

তাদের ছেলে তুরান ইলমাজ (৫৫) বলেন, একই সঙ্গে বাবা ও মাকে হারিয়ে তারা শোকাহত।

তিনি আরও বলেন, তার বাবা-মাকে খুবই ভালোবাসতেন। তিনি প্রায়ই বলতেন তার মৃত্যু যেন মায়ের সঙ্গেই হয়। মা তার কথা শুনে শুধু হাসতেন। অবশেষে আল্লাহও তাদের প্রার্থনা শুনেছেন।