জাতীয় দলে নিজেই নিজের ‘কবর’ খুঁড়লেন ধোনি?

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০১৯ ০৫:৩৭ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২১৯ বার।

ক্রিকেট ফেলে তিনি চলেছেন সেনা ক্যাম্পে। অথচ অবসর ঘোষণাটা তুলে রেখেছেন সেই ভবিষ্যতের হাতে। ধোনিভক্তরা ভাবছেন, ক্যাম্প থেকে দুই মাস বাদে ফিরে বিশ্বকাপজয়ী অধিনায়ক আবার জাতীয় দলে ঢুকবেন। কিন্তু নির্বাচকেরা বলছেন ভিন্ন কথা!

ওয়েস্ট ইন্ডিজ সফরের দল ঘোষণার পর ভারতের প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ জানিয়েছেন, ধোনি চাইলেই আবার টিম ইন্ডিয়ার জার্সিতে মাঠে নেমে পড়তে পারবেন না।

প্রসাদ এটি বলেছেন ধোনি প্রসঙ্গের একদম শেষদিকে। খুব অল্প কথায়। তার আগে মাহিকে কিংবদন্তি বলে সম্মানিত করেন তিনি।

‘অবসরের সিদ্ধান্ত নিতান্ত ব্যক্তিগত বিষয় এবং ধোনির মতো কিংবদন্তি জানে কখন খেলা ছাড়তে হয়।’

ভারতীয় গণমাধ্যম বলছে, প্রসাদের ওই অল্প কথায়ই ধোনির ভবিষ্যৎ অনেকটা স্পষ্ট। সাবেক অধিনায়ক বিশ্বকাপ পর্যন্ত বিবেচনায় ছিলেন। সেটি শেষ তো তাকে নিয়ে ভাবনাও শেষ।

ধোনি কবে অবসর নিচ্ছেন এই প্রশ্ন বিশ্বকাপের আগে থেকে ভারতে ডালপালা মেলছে। তিনি নিজেও বিষয়টি নিয়ে একাধিকবার কথা বলেছেন। ধারণা করা হচ্ছিল বিশ্বকাপের পরই ব্যাড-প্যাড তুলে রাখবেন। সেটি তো করলেনই না; আবার ব্যাড-প্যাড ধরতেও চাইলেন না!