বিশ্বে দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ রোল মোডেল- ত্রাণ প্রতিমন্ত্রী

আমিনুল ইসলাম শ্রাবণ. ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০১৯ ১২:২১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২২২ বার।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, বাঙালী সাহসী জাতি, দুর্যোগ মোকাবেলা করে বাংলাদেশ আজ টিকে আছে। দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ বিশ্বের কাছে অন্যতম রোল মোডেল। সোমবার দুপুর ২টায় বগুড়ার ধুনট উপজেলার ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদ চত্বরে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এ কথা বলেন।

ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এমানুর রহমান বলেন, 'দেশের যে কোন প্রান্তে চাহিদা অনুযায়ী কয়েক ঘন্টার ব্যবধানে ত্রাণ পৌছে দেওয়ার জন্য আমরা প্রস্তুত রয়েছে। কোথাও ত্রাণের সংকট থাকবে না।' 

এসময় প্রতিমন্ত্রী বানভাসী মানুষের উদ্দেশ্যে বলেন,' আপনারা নিজেদের অসহায় ভাববেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদের পাশে আছে। তার নির্দেশে মন্ত্রী, এমপি, সরকারী কর্মকর্তারা এবং আওয়ামী লীগের নেতাকর্মীরা আপনাদের পাশে আছে। আপনারা শুধু ধর্য্য ও সাহসিকতার সাথে বন্যা মোকাবেলা করুন।' 

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম বলেন, 'জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে শুধু সরকার নয়, আওয়ামী লীগের সকল পর্যায়ের নেতৃবৃন্দ বন্যা দুর্গতদের পাশে রয়েছে। যমুনা নদীর ভাঙন থেকে বগুড়া ও সিরাজগঞ্জকে রক্ষা করা হবে। শুধু আপনারা আওয়ামী লীগের সাথে ঐক্যবদ্ধ থাকুন।' 

পানি সম্পদ উপমন্ত্রী বলেন, 'খালেদা জিয়া ক্ষমতায় ছিলেন। এতিমের টাকা লুট করে তিনি এখন জেলে। দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে তারেক জিয়া বিদেশে। খালেদা জিয়া-তারেক জিয়া দেশের মানুষের পাশে ছিল না, তারা আর বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না।'

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া- ৫ আসনের সংসদ সদস্য হাবিবর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয়ের সিনিয়র সচিব শাহ্ কামাল, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক আবু সৈয়দ মোহাম্মদ হাশিম, ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুল মালেক, উপজেলা নির্বাহী অফিসার রাজিয়া সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) জিনাত রেহেনা, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, ভান্ডারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুল করিম আপেল, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি গোলাম সোবহান, শফিকুল ইসলাম, ইঞ্জিনিয়ার মুহাম্মদ আসিফ ইকবাল সনি এবং যুগ্ম সম্পাদক মহসিন আলম ।