বগুড়ায় ভিভো ডায়মন্ড ক্লাবের রাজশাহী বিভাগীয় সভা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ জুলাই ২০১৯ ১৪:০৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৯৫৮ বার।

বগুড়ায় মোবাইল ফোন কোম্পানি ভিভো’র রাজশাহী বিভাগীয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকাল ৩ টায় জেলার পাঁচ তারকা হোটেল মম-ইনে ওই সভা অনুষ্ঠিত হয়। এসময় দুটি নতুন ফোন প্রদর্শন ও ডিলারদের সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানের উপস্থাপক খালিদ হাসান শান্ত বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানির মধ্যে ভিভোর অবস্থান ৩য় উল্লেখ করে বলেন, 'ফোনের দাম কমাতে নারায়ণগঞ্জে ফ্যাক্টরি করা হয়েছে এবং দেশে ৮টি সার্ভিস সেন্টার সহ ১৩ টি অফিস রয়েছে। রাজশাহী  বিভাগীয় অফিস বগুড়ায় অবস্থিত।'

রাজশাহী বিভাগীয় ম্যানেজার রিয়ান জাং বলেন, 'রাজশাহী বিভাগে মোবাইল ফোন বিক্রি বেশি হওয়ায় ব্যাবসাহীদের ক্রেস্ট ও পুরষ্কার দেয়া হয়েছে। তারা হলেন বগুড়ার ডিলার ওহেদুল ইসলাম, রাজশাহীর অঞ্জন কুমার রায়, পাবনার কবিরুল ইসলাম, সিরাজগঞ্জের আসাদুজ্জামান তোতা, জয়পুরহাটের আরাফাত, নওগাঁর  রনু চৌধুরী এবং নাটোরের আনিছুল ইসলাম।' 

পরে নতুন ২টি ফোন এস-১ ও ওয়ায়-৯০ এর প্রদর্শন করা হয়। 

অনুষ্ঠানে রাজশাহী বিভাগীয় ম্যানেজার রিয়ান জাং ও সহকারি ম্যানেজার মিন্দাই ওয়াং সহ কোম্পানির কর্মকর্তা ও  পাইকারি ও খুচরা বিক্রেতারা  উপস্থিত ছিলেন।