বগুড়ার শেরপুরে শিকারিদের কাছ থেকে ছানাসহ সাতটি বালিহাঁস উদ্ধার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুলাই ২০১৯ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৩৫৭ বার।

চলতি বর্ষা মৌসুমে বগুড়ার শেরপুর উপজেলার বিভিন্ন খাল বিলে অতিথি পাখির দেখা মিলছে। আর এই সুযোগে শিকারিদের আনাগোনাও বেড়েছে। রোববার  উপজেলার সীমান্তবর্তী সীমাবাড়ি ইউনিয়নের একটি বিলে পাঁচটি ছানাসহ দুইটি বালিহাঁস শিকারীদের নজরে পড়ে। এসময় তারা ফাঁদ পেতে এগুলোকে ধরে নিয়ে যায়। আর এখবর পেয়ে স্থানীয় পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের সদস্যরা ছুটে যান ওই শিকারীর বাড়িতে। পরে এলাকাবাসীর সহায়তায় ওই পাঁচটি ছানাসহ বালিহাঁস দুইটি উদ্ধার করা হয়। এসময় ওই শিকারীর খাঁচায় বন্দি থাকা আরেকটি বড় বালিহাঁস একাই উড়ে চলে যায়। এছাড়া শিকারির কব্জায় থেকে উদ্ধার হওয়া বালিহাঁসগুলোকে সোমবার দুপুরে অবমুক্ত করা হয়েছে। উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের কালিয়াকৈর গ্রামের তিনমাথা বটতলা এলাকার একটি উন্মুক্ত জলাশয়ে হাঁসগুলো অবমুক্ত করেন পরিবেশবাদী সংগঠন স্বাধীন জীবনের প্রতিষ্ঠাতা নির্বাহি পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম।


এসময় বেটখৈর দাখিল মাদ্রাসার শিক্ষক সোলায়মান আলী, সংগঠনের সদস্য ইখলাসুর রহমান, তাইজুল ইসলাম, মোসাম্মাৎ সাফিয়া, রঞ্জু মিয়া, রুবেল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাধীন জীবনের প্রতিষ্ঠাতা নির্বাহি পরিচালক আব্দুর রাজ্জাক নাসিম জানান, বর্ষার শুরু থেকেই ঝাঁকে ঝাঁকে রকমারী পাখির আগমন সবারই দৃষ্টি আর্কষণ করে। এই সুযোগে শিকারীরা ফাঁদ পেতে এসব শিকার করে থাকেন। আর এসব পাখিসহ এই অঞ্চলে জীববৈচিত্র্য রক্ষায় তার সংগঠন করছে বলেও দাবি করেন তিনি।