বগুড়ায় করতোয়া নদীতে গোসল করতে নেমে এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ জুলাই ২০১৯ ১৪:২৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৩৮ বার।

বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় বন্ধুদের সাথে ভরা করতোয়া নদীতে গোসল করতে নামা স্কুল ছাত্র সোহাগ হোসেনের (৮) লাশ পাওয়া গেছে। সোমবার দুপুর ১টার গোসল করতে নামার পর পানির তোড়ে সে তলিয়ে যায়। খোঁজাখুঁজির এক পর্যায়ে বিকাল ৪টার সময় চেলোপাড়া এলাকার করতোয়া ব্রিজের দক্ষিণে তার লাশ ভেসে ওঠে। মৃত সোহাগ শহরের উত্তর চেলোপাড়ার ভ্যান চালক আলমগীর হোসেনের ছেলে। সে স্থানীয় খাদিজা নার্সারি স্কুলের ২য় শ্রেণির ছাত্র।

বগুড়া নারুলী ফাঁড়ির  ইনচার্জ ইন্সপেক্টর জামিরুল ইসলাম জানান, সোহাগ তার সমবয়সী এক বন্ধুর সঙ্গে নদীতে গোসল করতে নামে। পানি বেশি থাকায় নদীতে ডুবে গেলে তার বন্ধু বাড়িতে গিয়ে খবর দেয়। পরে স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা খোঁজা শুরু করে। এক পর্যায়ে প্রায় ৪ ঘন্টা পর বিকাল ৪টার সময় করতোয়া ব্রিজের দক্ষিণে মরদেহের সন্ধান পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর তার বাবা-মা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা শিশুটির মৃত্যু হয়েছে নিশ্চিত করেন।