বগুড়ায় হেরোইন রাখার দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ জুলাই ২০১৯ ১৪:৪৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৪ বার।

এক কেজি হেরোইন রাখার দায়ে বগুড়া জেলা ও দায়রা জজ আদালত মুকুল আলী (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। ওই আদালতের বিচারক নরেশ চন্দ্র সরকার সোমবার দুপুরে রায় ঘোষণা করেন। 
দণ্ডিত মুকুল আলী নাটোর জেলার সিংড়া উপজেলার মহেশ চন্দ্রপুর গ্রামের হাসান আলীর ছেলে। তার উপস্থিতিতেই বিচারক মামলা রায় ঘোষণা করেন। আদালত তার রায়ে দণ্ডিত ব্যক্তির ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে পাঁচ মাসের কারাদণ্ডেরও নির্দেশ দিয়েছেন। 
আদালত সূত্র জানায়, মুকুল আলী বগুড়ার শহরতলীর ফুলতলা এলাকায় সুমিত টাওয়ার নামে ৭তলা একটি আবাসিক ভবনে ভাড়া থাকেন। প্রায় দুই বছর আগে ২০১৭ সালের ২৪ অক্টোবর শাজাহানপুর থানা পুলিশ তার বাসায় অভিযান চালিয়ে ১ কেজি হেরোইনসহ তাকে গ্রেফতার করে। ওই ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। মামলাটি রাষ্ট্রপক্ষে পরিচালনা করেন ভারপ্রাপ্ত পাবলিক প্রসিকিউটর নুরুস সালাম সাগর