পঞ্চাশ বছর আগে হারিয়ে যাওয়া সাবমেরিন খুঁজে পেল ফ্রান্স

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২২ জুলাই ২০১৯ ১৫:০১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫৮ বার।

পঞ্চাশ বছর আগে হারিয়ে যাওয়া ফ্রান্সের একটি সাবমেরিনের সন্ধান পেয়েছে অনুসন্ধান দল। সোমবার দেশটির প্রতিরক্ষামন্ত্রী এ ঘোষণা দেন।

বিবিসি জানায়, ১৯৬৮ সালের জানুয়ারিতে ফ্রান্সের দক্ষিণ উপকূলের টউলুন বন্দরের কাছাকাছি এলাকায় মাইনার্ভ নামে এ সাবমেরিনটি হারিয়ে যায়। সেই সঙ্গে চিরতরে হারিয়ে যান সাবমেরিনতে থাকা ফ্রান্সের নৌবাহিনী ছয়জন কর্মকর্তা এবং ৪৬ জন ক্রু। 

সোমবার ফ্রান্সের প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে এক টুইটার বার্তায় সাবমেরিনটির সন্ধান পাওয়ার ঘোষণা দেন। এত বছর পর সাবমেরিনটি খুঁজে পাওয়াকে তিনি 'প্রযুক্তিগত কৃতিত্ব' বলে মন্তব্য করেছেন।

তিনি বলেন, আমরা মাইনার্ভের সন্ধান পেয়েছি। এটি আমাদের একটি সাফল্য। আমি চিন্তা করছি সেই সব পরিবারের কথা, যারা দীর্ঘ বছর ধরে এর জন্য অপেক্ষা করেছিলেন।

টউলুন বন্দর থেকে ৩০ মাইল দূরে সমুদ্রের প্রায় ৮ হাজার মিটার নিচে সাবমেরিনটির সন্ধান পাওয়া যায়। ৫০ বছর আগে কী করে এটি হারিয়ে গিয়েছিল, সেটি এখনো রহস্য হয়ে আছে।