ভ্রাম্যমাণ আদালতের অভিযান

বগুড়ায় দই উৎপাদনকারী তিন প্রতিষ্ঠানকে জরিমানা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ২২ জুলাই ২০১৯ ১৬:২৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

পণ্যের মোড়ক ব্যবহার না করায় বগুড়ায় দই উৎপাদনকারী তিন প্রতিষ্ঠানকে সাড়ে ১২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার জেলার সাবগ্রাম চারমাথা এলাকায় অভিযান চালিয়ে ওই অর্থদণ্ড প্রদান করা হয়। এসময় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুর রহমান ও ডালিম সরকার। অভিযানে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা।


এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রায় ২ ঘন্টা ব্যাপী চলা ওই অভিযানে আদালত 'জিমু দই ঘর'র মালিক আবু সবুরকে ৩ হাজার টাকা, 'আকন্দ দই ঘরে'র মালিক আসাদুল হককে সাড়ে তিন হাজার টাকা এবং 'বিসমিল্লাহ দই ঘরে'র মালিক মাহাবুবুর রহমানকে ৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন।