বগুড়ায় পুলিশ সদস্যকে লাঞ্ছিত করায় ৪ যুবক গ্রেফতার

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২২ জুলাই ২০১৯ ১৭:১৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৮১৯ বার।

বগুড়ায় পুলিশ সদস্যকে শারীরীকভাবে লাঞ্ছিত করায় ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় শহরের সাতমাথার বিআরটিসি এলাকায় এই ঘটনা ঘটে। লাঞ্ছনার শিকার পুলিশ সদস্য সিদরাতুল বাদী হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেন। 


গ্রেফতারকৃতরা হলো- নিশিন্দারা শাহ পাড়ার আব্দুল কালামের ছেলে সৌখিন (২০), সেউজগাড়ীর সাইদুর রহমানের দুই ছেলে তৌহিদ (২৪) ও তাহমিদ (২০) এবং উত্তর চেলোপাড়ার ছগীর আলম শেখের ছেলে খাইরুল বাসার (২২)।


সদর থানার ওসি (তদন্ত) রেজাউল করিম জানান, পুলিশ সদস্য সিদরাতুল বিআরটিসি মার্কেটের সামনে ট্রাফিক কন্ট্রোলের দ্বায়িত্ব পালন করছিলেন। এসময় একটি অটোরিকশা নিয়ম ভঙ্গ করে সাতমাথায় প্রবেশ করতে চাইলে তিনি বাঁধা দেন। তখন রিকশায় থাকা ওই চার যুবকের সাথে তার বাগবতিণ্ডা হয়। একপর্যায়ে ওই যুবকরা কর্তব্যরত সিদরাতুলের গায়ে হাত তোলে। পরে তাদের গ্রেফতার করা হয়।


সদর থানার ওসি এস এম বদিউজ্জামান 'পুণ্ড্রকথাকে' জানান, পুলিশের কর্তব্য পালনেরর সময় বাধাদান ও মারধরের ঘটনায় গ্রেফতারকৃতদের নামে মামলা দায়ের করা হয়েছে।