তরুণ-তরুণীদের মোবাইল থেকে দূরে রাখার আইন ইতালিতে

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০১৯ ০৮:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১২৬ বার।

তরুণ প্রজন্মের মোবাইল আসক্তি কমানোর জন্য নতুন একটি আইন পাস করতে যাচ্ছে ইতালির সরকারি দল।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ওই আইনটিকে বল হচ্ছে ‘নোমোফোবিয়া’। এটি পাস হলে কিশোর-কিশোরীরা যাচ্ছেতাইভাবে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করতে পারবে না।

এক পরিসংখ্যান থেকে জানা গেছে, ১৬-২০ বছর বয়সী তরুণ ইতালিয়ানের অর্ধেক অংশ দিনে কমপক্ষে ৭৫ বার মোবাইলে হাত দেয়।

এ ছাড়া দেশটির ৬১ শতাংশ মানুষ বিছানায় বসে মোবাইল ব্যবহার করেন। এর মধ্যে ৮১ শতাংশের বয়স ১৮-৩৪ বছরের মধ্যে।

শাসক দল প্রস্তাবিত আইনে বলেছে, মোবাইল ব্যবহার এক ধরনের নেশা হয়ে দাঁড়িয়েছে। আইন ছাড়া এটি ঠেকানো খুব কঠিন। তরুণ প্রজন্মকে বাঁচাতে হলে দেশ এবং অভিভাবককে কঠোর হতেই হবে।