বগুড়ায় লায়ন্স ক্লাবের অক্টোবর সেবা সপ্তাহ উদযাপনে নতুন চমক

মুজাহিদুল ইসলাম জাহিদ
প্রকাশ: ০৮ অক্টোবর ২০১৮ ১৫:৩২ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫০৭ বার।

মানবসেবায় এক হয়ে কাজ করার অঙ্গীকার নিয়ে  অক্টোবর সেবা সপ্তাহ পালন করছে লায়ন ও লিও ক্লাব বগুড়া।  সোমবার সকাল ১০ টায় বর্ণাঢ্য র‍্যালি শহরের খোকনপার্ক থেকে শুরু হয়ে  জলেশ্বরীতলায় করতোয়া অডিটোরিয়ামের সামনে গিয়ে  শেষ হয়। ওই র‍্যালিতে লায়ন্স ক্লাব অফ বগুড়া, লায়ন্স ক্লাব অফ আইডিয়াল ও লায়ন্স ক্লাব অফ করতোয়ার সদস্যরা অংশ নেয়।


করতোয়া অডিটোরিয়ামে সেবা সপ্তাহ পালনের উপর আলোচনা সভায় বক্তারা বলেন, লায়ন্স ক্লাবের কার্যক্রম অক্টোবরে শুরু হয়েছিল। তাই এ মাসকে স্মরণ রাখতে প্রতিবছর ১ থেকে ১৫  অক্টোবর সেবা সপ্তাহ পালন করা হয়। এর আওতায় চক্ষু শিবির, ডায়বেটিকস শনাক্তকরণ, বৃক্ষরোপণ কর্মসূচি, দুস্থ ও এতিমদের মধ্যে খাবার বিতরণ, শিক্ষা উপকরণ বিতরণ, সেমিনার আয়োজন, রক্তদান কর্মসূচি পালন করা হয়।

লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল একটি অরাজনৈতিক সেবামূলক সংগঠন। এটি ১৯১৬ সালের অক্টোবর মাসে মেলভিন জন্স কতৃক শিকাগোতে প্রতিষ্টিত হয়। ২০১৫ সালের মধ্যে সারাবিশ্বের ২০০ টি দেশে ১.৪মিলিয়ন সদস্য নিয়ে ৪৬০০০ হাজার স্থানীয় ক্লাব গঠিত হয়। এর সদর দপ্তর যুক্তরাষ্টের ওয়ার্ক ব্রুক, ইলিয়ন্স।

 দৈনিক করতোয়ার সম্পাদক লায়ন মোজাম্মেল হক লালু বলেন- ‘লায়ন্স ক্লাব বা লিও করার উদ্দেশ্য মানুষের সেবা করা সেই সাথে নিজের নেতৃত্বদানের মানসিকতা তৈরি করা। সফল হতে নিজের যোগ্যতা ও মানুষের ভালোবাসা উভয় জরুরী।'


লিও ক্লাব অফ বগুড়ার প্রেসিডেন্ট এম আর হাসান পলাশ পুণ্ড্রকথাকে জানান, এ বছর ৩১৫ এ-২ জেলায়  ১ লক্ষ মানুষের বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও ২ হাজার চক্ষু অপারেশন করা হবে। তিনি বলেন,  ‘অক্টোবর সেবার অংশ হিসেবে এই পর্যন্ত  শহরের সাতমাথায় অন্তত সাড়ে তিনশত লোকের বিনামূল্যে ডায়াবেটিকস পরীক্ষা ও ৬ ব্যাগ রক্তদান, পালশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ও দুঃস্থদের পুর্নবাসনে ৯ টি সেলাই মেশিন বিতরণ এবং রানিরহাটে বৃক্ষরোপণ ও শাহ সুলতান  আই হসপিটালে চক্ষু পরীক্ষা করা হয়েছে।


লিও জিন্নাহুর রহমান রাকিব জানান- লায়ন্স ক্লাবের পক্ষ্য থেকে প্রতিবছর গরীব দৃষ্টি প্রতিবন্ধী ও ঠোঁট-তালুকাটা রোগীদের বিনা মূল্যে অস্ত্রোপচার, স্বল্পমূল্যে ফিজিওথেরাপি, কিডনি বিকল রোগীদের ডায়ালাইসিস করা হয় এবং এ কার্যক্রম দেশের সব  করেন।

সভায় উপস্থিত ছিলেন- জোন চেয়ার পার্সন এম এ মান্নান, মুনজুরুল হক মুন্জু, একরামুল কবির সেন্টু, লায়ন ক্লাব অব বগুড়ার সভাপতি জাহেদুল ইসলাম দুলাল, সেক্রেটারি মুক্তার আলম,কাজল কুমার কুণ্ডু, রেজা আহম্মেদ, লিও জিন্নাহুর রহমান রাকিব এবং লিও সাইদ।