বগুড়ার শেরপুরে বিক্রেতাবিহী সততা স্টোরের উদ্বোধন

শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০১৯ ১২:৩৯ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭১ বার।

শিক্ষার্থীদের মধ্যে সততা ও নৈতিক শিক্ষা জাগ্রত করতে দুর্নীতি দমন কমিশনের অর্থায়নে বগুড়ার শেরপুর উপজেলায় একটি সততা স্টোরের উদ্বোধন করা হয়েছে।  মঙ্গলবার দুপুরে শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান শেরপুর সরকারি ডিজে মডেল হাইস্কুলে এই সততা স্টোরের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ। পরে দুর্নীতিবিরোধী রচনা ও বির্তক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ উপলক্ষে বিদ্যালয়ের সভাপতি আখতার উদ্দিন বিপ্লবের সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছাড়াও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নাজমুল হক, শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহজামাল সিরাজী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব এটিএম আব্দুস সাত্তার, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম পোদ্দার ববি, জেলা পরিষদের সদস্য মোস্তাফিজুর রহমান ভুট্টো, শিক্ষক তাফস বসাক প্রমুখ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. লিয়াকত আলী সেখ শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরাই জাতির আগামি দিনের কারিগর। তোমরাই দেশকে নেতৃত্ব দেবে। তোমাদের নেতৃত্বেই এই দেশ আরও সামনের দিকে এগিয়ে যাবে। তাই তোমাদের মনে রাখতে হবে, সততাই সভ্য সমাজ বির্নিমানের মূল হাতিয়ার। ব্যক্তিজীবন গঠনে সৎ, নিষ্ঠাবান, ন্যায়পরায়ণ ও সমাজ সজেতন নাগরিক হিসেবে গড়ে উঠতে প্রত্যেককে সততার ভিত্তিতে নিজেকে গড়ে তুলতে হবে। পরে প্রধান অতিথি লাল ফিতা কেটে সততা স্টোরের উদ্বোধন করেন। বিক্রেতাবিহীন সততা স্টোরে শিক্ষার্থীদের নিত্যপ্রয়োজনীয় শিক্ষা সামগ্রী ছাড়াও হালকা খাদ্য সামগ্রী রয়েছে। শেষে অনুষ্ঠানের অতিথিরা দুর্নীতিবিরোধী রচনা ও বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।