ভ্রাম্যমাণ আদালতের অভিযান

মিস ব্র্যান্ডের ওষুধ বিক্রির দায়ে বগুড়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ জুলাই ২০১৯ ১২:৫৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১০৯ বার।

বগুড়ায় মিস ব্র্যান্ডের ওষুধ বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে ২৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার সদর উপজেলার বড়পুকুরিয়া এলাকায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এ. টি. এম. কামরুল ইসলামের  নেতৃত্বে ওই অর্থদণ্ড দেয়া হয়। এসময় আদালতের কার্যক্রমে সহযোগিতা করে বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।  এপিবিএনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

এপিবিএনের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার সকালে ওই এলাকায় প্রায় ৩ ঘণ্টার অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ঔষধ আইনের বিধি লঙ্ঘন করে মিস ব্র্যান্ডের ওষুধ বিক্রির অপরাধে  মেসার্স দিদার আযুবেদীক ফার্মার মালিক মোঃ সজিব হোসেনকে ১৫ হাজার এবং আলম মেডিকেল ষ্টোরের  মালিক  মোঃ শহিদুল ইসলামকে ৮ হাজার এ  অর্থদণ্ড প্রদান করা হয়।