হিযবুতের শীর্ষ নেতা ঢাকায় গ্রেপ্তার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০১৯ ১৪:৩৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৯৫ বার।

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন হিযবুত তাহরীরের শীর্ষ নেতা তানভীর হাসান নাঈমকে (৩১) গ্রেপ্তার করেছে এন্টি টেররিজম ইউনিট।

এই সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট ও পোস্টার উদ্ধার করা হয়েছে।

এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (লিগ্যাল অ্যান্ড মিডিয়া) মো. মাহিদুজ্জামান জানান ,গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার গভীর রাতে যাত্রা বাড়ির শেখদি এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তানভীর হাসান নাঈমকে গ্রেপ্তার করা হয়। আটক নাঈম আলফ্রেন্ড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের হিসাববিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক। তিনি ঢাকা কলেজ থেকে এমবিএ সম্পন্ন করেন।

এসপি মাহিদুজ্জামান আরও বলেন, নাঈম হিযবুত তাহরীরের ঢাকা মহানগরীর প্রচার ও দাওয়া বিভাগের প্রধান। ২০০৯ সালে একবার গ্রেপ্তার হয়েছিলেন। তার কাছ থেকে বিপুল পরিমাণ লিফলেট, পোস্টার, উগ্রবাদী বই, ৪টি মোবাইল সেট, ১টি ল্যাপটপ, পেনড্রাইভ ও ১টি হার্ডডিস্ক উদ্ধার করা হয়।

দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা ও খেলাফত প্রতিষ্ঠার জন্য সরকার বিরোধী ষড়যন্ত্র করছিল নাঈম। এই ব্যাপারে থানায় মামলা হয়েছে বলেও জানান তিনি।