ধুনট বানভাসিদের মাঝে ছাত্রলীগের ত্রাণ বিতরণ

ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: ২৩ জুলাই ২০১৯ ১৪:৫৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২৬০ বার।

বগুড়ার ধুনট উপজেলায় ভান্ডারবাড়ি ইউনিয়নে যমুনা নদীর বাঁধ ও বৈশাখীর চর এলাকার বানভাসিদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন প্রধান অতিথি ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হাই খোকন। 

এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আসিফ ইকবাল সনি, যুগ্ম সাধারণ সম্পাদক বাহাদুর আলী, ইউপি চেয়ারম্যান আতিকুল করিম আপেল, কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক আসাদুল ইসলাম রুবেল, বগুড়া জেলা ছাত্রলীগের সভাপতি নাঈমুর রাজ্জাক তিতাস, জেলা ছাত্রলীগ নেতা রাহিমুল হাসান জীম, ধুনট উপজেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া খন্দকার, সাধারণ সম্পাদক আবু সালেহ স্বপন, সহসভাপতি মুঞ্জু, যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিন ও তানভীর রহমান প্রমুখ। 

উল্লেখ্য বন্যার্ত ২০০টি পরিবারের মাঝে ১৫ কেজি করে চাল ও ১ কার্টুন করে বিস্কুট দেয়া হয়।