মন্ত্রীরা আসবেন তাই তপ্ত রোদে দাঁড়িয়ে ছিল শিক্ষার্থীরা...

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৩ জুলাই ২০১৯ ১৫:০৪ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ২০৯ বার।

সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় বন্যাকবলিতদের ত্রাণ বিতরণ করতে আসা মন্ত্রীদের শুভেচ্ছা জানাতে প্রায় দুই ঘণ্টা প্রচণ্ড রোদের মধ্যে সাত শতাধিক শিক্ষার্থীদের দাঁড় করিয়ে রাখা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

কাজিপুর উপজেলা প্রশাসন সোমবার দুপুরে বানভাসি মানুষের মধ্যে ত্রাণ বিতরণের আয়োজন করে। ত্রাণ ও দুর্যোগ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমানে এবং পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম সে উপলক্ষে কাজিপুরে আসেন। তাদের সংবর্ধনা দিতে ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার নির্মাণাধীন শহীদ এম মুনসুর আলী ইকোপার্কে শিক্ষার্থীদের প্রচণ্ড রোদের দাঁড় করিয়ে রাখা হয়।

অতিথিরা আসার আগে থেকেই মাইজবাড়ি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকরা রঙিন ব্যানারসহ সাত শতাধিক শিক্ষার্থীকে নিয়ে এসে রোদের মধ্যে লাইন করে দাঁড় করিয়ে রাখেন। শিক্ষার্থীরা জানায়, তারা আসতে না চাইলেও জোর করে শিক্ষকরা তাদেরকে নিয়ে এসেছেন। এ সময় শিক্ষার্থীরা প্রচণ্ড রোদে অস্বস্তি বোধ করলেও শিক্ষকদের ভয়ে কেউ কিছু বলতে সাহস পায়নি।

ঘটনাস্থলে থাকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রফিকুল ইসলাম মোল্লা বলেন, প্রধান শিক্ষকের নির্দেশে কয়েক জন শিক্ষকসহ শিক্ষার্থীদের আনা হয়েছে।

মন্ত্রী আসবেন সে জন্য বিদ্যালয়ের ক্লাস বন্ধ রেখে শিক্ষার্থীদের ব্যানারসহ রোদে দাঁড় করিয়ে রাখা বিষয়ে জেলা শিক্ষা কর্মকর্তা কেএম শফী উল্লাহ বলেন, বিষয়টি আমার জানা নেই।

কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিরলুর রহমান সিরাজী বলেন, মন্ত্রী আসছেন ত্রাণ দিতে। কিন্তু স্কুলের শিক্ষক বা শিক্ষার্থীদের আসতে বলা হয়নি। তবে ত্রাণ বিতরণ স্থানটি বিদ্যালয়ের সামান্য দুরে হওয়াতে সম্ভবত তারা নিজেরাই মন্ত্রীদের এক নজর দেখতে এসেছেন।

কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান সিদ্দিকী দাবি করেন, আমার ধারণা অতিউৎসাহ থেকে এমনটি করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা। বিদ্যালয় কর্তৃপক্ষকে আগাম আমন্ত্রণ বা নির্দেশনা দেওয়াও হয়নি।