গুজব বন্ধে বগুড়া সদর থানা পুলিশের মাইকিং

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৩ জুলাই ২০১৯ ১৫:২৬ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৫৮০ বার।

বগুড়া সদর উপজেলায় গুজব এবং গণপিটুনি বন্ধে সর্বত্র মাইকিং করে প্রচার চালানো হয়েছে। মঙ্গলবার সদর থানার উদ্যোগে সকাল থেকে পৌরসভা এবং উপজলার ইউনিয়নসমূহে জনসাধারণকে সচেতন হওয়ার পাশাপাশি তাদের আশ্বস্ত করা হচ্ছে। কোনো ধরনের গুজবে কান না দিতে স্কুল কলেজের অভিভাবকদেরও ইতিবাচক ভূমিকা  রাখতে অনুরোধ করা হয়েছে।

বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ এসএম বদিউজ্জামান জানান, কেউ গুজবের আশ্রয় নিয়ে দেশে অস্থীতিশীল পরিবেশ সৃষ্টি করবেন না। গুজবের দ্বারা কোনো অপরাধ সংগঠিত হলে তা রাষ্ট্রবিরোধী কাজের শামিল। এছাড়া গণপিটুনি দিয়ে মানুষ মারা বড় ধরনের অপরাধ। এগুলো থেকে নিজেকে বিরত রাখুন। কাউকে সন্দেহ হলে সঙ্গে সঙ্গে থানা পুলিশকে খবর দেওয়ার জন্য তিনি আহবান জানান।