মাদ্রিদে ফিরছেন রদ্রিগেস

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০১৯ ০৬:১১ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৭৯ বার।

নতুন মৌসুমে নতুন ঠিকানা পরিবর্তন বায়ার্ন মিউনিখের আক্রমণভাগের খেলোয়াড় হামেস রদ্রিগেসকে। ফিরে আসতে পারেন স্পেনের মাদ্রিদ শহরে। তবে নিজের সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদে নয়। ক্লাবটির নগর প্রতিদ্বন্দ্বী আতলেতিকো মাদ্রিদে ঠাঁই হতে পারে তার।

অতোঁয়ান গ্রিজমানকে বার্সেলোনার কাছে বিক্রি করে দেওয়ার পর আক্রমণভাগের খেলোয়াড় খুঁজছে আতলেতিকো। দলটি টটেনহ্যাম হটস্পারের ক্রিস্তিয়ান এরিকসেনসহ বেশ কয়েকজন তারকা খেলোয়াড়ের প্রতি নজর রাখছে। এর মধ্যে রদ্রিগেসের নামটি জোরেশোরে শোনা যাচ্ছে।

২০১৪ সালে রিয়াল মাদ্রিদে নাম লেখান কলম্বিয়ার এই অ্যাটাকিং মিডফিল্ডার। এরপর রোনালদো, বেল ও করিম বেনজেমাদের সঙ্গে পাল্লা দিয়ে ভালো করতে না পারায় দলে কিছুটা অবহেলিত হয়ে পড়েন তিনি। ২০১৭ সালে ধারে নাম লেখান বায়ার্ন মিউনিখে।

২৮ বছর বয়সী রদ্রিগেসের প্রতি আগ্রহ রয়েছে ইতালিয়ান সেরি আর ক্লাব নাপোলিরও। তবে রিয়ালের প্রত্যাশিত ৪০ মিলিয়ন ইউরোতে তাকে পেতে প্রস্তুত নয় ইতালিয়ান ক্লাবটি।