বগুড়ায় ৭ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু

স্টাফ রিপোর্টার
প্রকাশ: ২৪ জুলাই ২০১৯ ১৪:১৫ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৬৬ বার।

বগুড়ায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান এবং বনজ, ফলদ ও ভেষজ বৃক্ষমেলা অভিযান শুরু হয়েছে। বুধবার সকাল ১০টায় শহীদ টিটু পৌর মিলনায়তনে এ কার্যক্রমের উদ্বোধন করা হয় বনবিভাগ ও জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসক(ডিসি) ফয়েজ আহাম্মদ মেলার উদ্বোধন ঘোষণা করেন। সপ্তাহব্যাপী এই মেলা চলবে ৩০ জুলাই পর্যন্ত।

এর আগে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে পৌর মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক নিখিল চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ ও বিশেষ অতিথি জেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মকবুল হোসেন। সভা শেষে উপস্থিত অতিথিসহ অন্যরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।