প্লাস্টিক দিলেই ক্যাফেতে মিলবে খাবার

পুণ্ড্রকথা ডেস্ক
প্রকাশ: ২৪ জুলাই ২০১৯ ১৪:১৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ১৫০ বার।

প্লাস্টিকের তৈরি জিনিসপত্র ক্যাফেতে নিয়ে আসলে খাবার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের ছত্তিশগড়ের অম্বিকাপুর মিউনিসিপ্যাল করপোরেশন। দেশটির গণমাধ্যম জানিয়েছে, প্লাস্টিক মুক্ত এলাকা গড়তে তাদের এই পদক্ষেপ।

এই উদ্যোগ সফল করতে একটি গারবেজ ক্যাফে করা হয়েছে। সেখানে ১ কিলোগ্রাম প্লাস্টিকের তৈরি জিনিস দিলেই মিলবে বিনা মূল্যে খাবার। হাফ কিলোগ্রাম প্লাস্টিকের জিনিস এনে দিলে শুধু ব্রেকফাস্টটাই পাবেন আপনি।

মূলত দরিদ্র মানুষ ও কাগজ কুড়ানিদের জন্য এই ব্যবস্থা।

অম্বিকাপুরের মেয়র অজয় টিরকে জানিয়েছেন, ‘অম্বিকাপুর মিউনিসিপ্যাল করপোরেশনের কঠিন বর্জ্যের প্রোজেক্ট সাফল্যের মুখ দেখেছে। এবার নতুন কিছু করতে চেয়েছিলাম।’

‘এলাকা থেকে এক কিলোগ্রাম প্লাস্টিক দ্রব্য জমা দিলে মহিলা বা পুরুষকে বিনা মূল্যে খাবার দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে হাফ কিলোগ্রাম প্লাস্টিকের দ্রব্য এনে দিলে মিলবে শুধু সকালের খাবার। তাই আমরা একে গারবেজ ক্যাফে নাম দিয়েছি।’

তিনি আরও জানান, বিভিন্ন বাড়ি বাড়ি গিয়েও প্লাস্টিকের জিনিসপত্র সংগ্রহ করার কাজ শুরু হয়ে গেছে।