বগুড়ায় শিক্ষার্থীর আত্মহত্যা

পুণ্ড্রকথা রিপোর্ট
প্রকাশ: ০৯ অক্টোবর ২০১৮ ০৯:০৮ ।
প্রচ্ছদ
পঠিত হয়েছে ৪৪০ বার।

বগুড়ায় ইফতেখার হোসেন শাওন (২২) নামে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। সোমবার দিবাগত রাত ১২টায় পুলিশ শহরের পুরান বগুড়ার একটি ছাত্রাবাস থেকে গলায় রশি দেওয়া অবস্থায় তার লাশ উদ্ধার করে।

আত্মহননকারী শাওন সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জের আটঘরিয়া গ্রামের নুরুল ইসলাম ওরফে নুরুল ডাক্তারের ছেলে। সে বগুড়ায় একটি বেসরকারি মেডিকেল অ্যাসিস্ট্যান্ট স্কুল (ম্যাটস) থেকে সম্প্রতি পড়ালেখা শেষ করেছে। এরপর টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ইন্টার্ণ করছিল। সে পুরান বগুড়ায় ধানসিঁড়ি ছাত্রাবাসের ২০৪ নম্বর রুমে একাই থাকতো।

ওই ছাত্রাবাসের শাহাদত হোসেন নামের এক শিক্ষার্থী জানান, শাওনের রুমের সামনে  সকাল ও দুপুরের মিল অনেকক্ষণ  পড়ে থাকতে দেখে তার মনে সন্দেহ জাগে। তখনি সে বিষয়টি একই ছাত্রাবাসের ওমর ফারুক নামে আরেক শিক্ষার্থীকে জানায়। মঙ্গলবার মেসের বাজার থাকায় তারা নয়টার দিকে শাওনকে  অনেক ডাকাডাকি করে। কিন্তু কোনো সাড়া শব্দ না পেয়ে রুমের পাশে  উপরে উঠার রাস্তা দিয়ে  রুমের ভিতরে দেখার চেষ্টা করে। তখনি তারা  তার ঝুলন্ত লাশ দেখতে পায়।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রাবাসের পাশে স্থানীয় এক দোকানদার জানায়, শাওনের সিগারেটের প্রতি বেশী নেশা ছিল না। মাঝে মাঝে  তার দোকান থেকে স্বল্প পরিমাণে সিগারেট নিতো। কিন্তু রবিবার সন্ধ্যায় সে এক প্যাকেট  সিগারেট নিয়ে যায়।‘

বগুড়া সদর থানার এসআই জাহাঙ্গীরপুণ্ড্রকথাকে জানান, রাত ১২ টার দিকে খবর পেয়েই ওই ছাত্রাবাসে যাই। সেখানে শাওনের রুমের ভেতর থেকে দরজা লাগানো ছিল। পরে দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে তার  ঝুলন্ত লাশ  উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ(শজিমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়। তার ধারণা, সে  রবিবার রাতে কোনো এক সময়ে  আত্মহত্যা করেছে।
এই ঘটনায় বগুড়া  সদর থানায় একটি ইউডি (অস্বাভাবিক মৃত্যু) মামলা দায়ের করা করা হয়েছে।